যথাযথ নিরাপত্তা নেই ৷ যার জেরে আতঙ্কে ভুগছেন নিহতদের পরিবার পরিজন ৷ নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। বাংলা তাদের পাশে আছে। আশ্বস্ত করেন তৃণমূলের প্রতিনিধিরা। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তারা। সিবিআই তদন্তের দাবি তুলেছেন নিহতদের পরিবার।
আরও পড়ুন: অসমে বাঙালি হিন্দুদের নিয়ে আশঙ্কাপ্রকাশ, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় চিঠি লিখলেন দিলীপ ঘোষ
advertisement
বৃহস্পতিবার সন্ধেয় তিনসুকিয়ার ৫ বাঙালিকে গুলি করে খুন করা হয়। যেখানে এই ঘটনা ঘটে, সেখান থেকে ঢোলা থানার দূরত্ব মেরেকেটে পাঁচশো মিটার। বিজেপি শাসিত অসমে এ ভাবে বাঙালি হত্যার প্রতিবাদে দেশজুড়ে ঝড় উঠেছে। বাংলায় পথে নেমেছে রাজনৈতিক দলেরা। অসমের কংগ্রেস নেতৃত্ব সিবিআই তদন্তের দাবিতে সরব। অসমের বিজেপি সরকার অবশ্য তাতে গুরুত্ব দিচ্ছে না। তারা অসমের পুলিশ দিয়েই তদন্ত চালাচ্ছে। যে পুলিশের প্রথম থেকেই অনুমান, এই হত্যাকাণ্ডের পিছনে জঙ্গি গোষ্ঠী আলফার হাত রয়েছে। কিন্তু, আলফা নেতৃত্ব তা মানতে নারাজ। বিজেপি শাসিত অসমের পুলিশ অবশ্য আলফা লিঙ্কম্যান সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। কিন্তু, ওই পর্যন্তই।