TRENDING:

Gujarat: Welcoming new born girlchild: ব্যান্ডবাদ্যি বাজিয়ে ঘোড়ার গাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় সদ্যোজাত নাতনিকে অভ্যর্থনা বাড়িতে

Last Updated:

খুদে রাজকুমারিকে রাজকীয়ভাবেই স্বাগত জানালেন তার ঠাকুরদা নরেন্দ্রভাই আসরানি৷ সদ্যোজাতর নামকরণ করা হয়েছে ‘স্বরা’৷(Welcoming new born girlchild)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমদাবাদ : কন্যাসন্তান ভূমিষ্ঠ হলেই আঁধার নামে পরিজনদের চোখেমুখে--প্রচলিত এই ধারণা হারিয়ে গেল ব্যান্ডের বাজনার আড়ালে৷ নবজাতক কন্যাসন্তানের জন্মকে উচ্ছ্বাসের সঙ্গে উদযাপন করা হল গুজরাতের (Gujarat) হটকেশ্বরে আসরানি পরিবারে৷ খুদে রাজকুমারিকে রাজকীয়ভাবেই স্বাগত জানালেন তার ঠাকুরদা নরেন্দ্রভাই আসরানি৷ সদ্যোজাতর নামকরণ করা হয়েছে ‘স্বরা’৷ (Welcoming new born girl child)
advertisement

হাসপাতাল থেকে সদ্যোজাত নাতনি বাড়িতে আসবে প্রথম বার, তার জন্য ঘোড়ায় টানা গাড়ি ও ব্যান্ডবাদ্যির আয়োজন করেছিলেন তার ঠাকুরদা৷ বিখ্যাত গজলশিল্পী মনোহর উদাসের ঘুমপাড়ানি গান ‘ডিকরি মারি লড়কভায়ি’ বেজেছে ব্যান্ডে৷ তবে এই গানের উৎস-ছবিতে অবশ্য ছিল অন্য কথা৷ সেখানে পু্ত্রসন্তানের জন্য বলা হয়েছিল ‘ডিকরো মারো লড়কভায়ো’৷ পরে পাল্টে নেওয়া হয় কথাগুলি৷

advertisement

আরও পড়ুন : বিয়ের পরে আয়েশ করে খিচুড়ি-বেগুনভাজার স্বাদে বুঁদ মৌনী

শুধু ব্যক্তিগত আনন্দ উদযাপনই নয়৷ এই আয়োজনের পিছনে ছিল নরেন্দ্রভাইয়ের অন্য উদ্দেশ্যও৷ তিনি সমাজের কাছে বার্তা দিতে চেয়েছেন যে, কন্যাসন্তানের জন্মও উদযাপিত হওয়ার উপলক্ষই, অবহেলিত হওয়ার ঘটনা নয়৷ কন্যাসন্তানকে এই অভর্থ্যনা দেখে উদ্বেলিত শিশুর বাবা হর্ষ এবং মা জ্যোতি৷

advertisement

আরও পড়ুন : শারীরিক সম্পর্কের আগে ভুলেও এগুলি খাবেন না

আসরানি পরিবারে কুড়ি বছর পর কন্যাসন্তানের জন্ম হল৷ নরেন্দ্রভাইয়ের আটজন ভাই এবং পাঁচ ছেলে৷ এই পাঁচ ছেলে অথবা নরেন্দ্রর বাকি ভাইদেরও কোনও কন্যাসন্তান নেই৷ তাই যখন শোনেন যে তাঁর পুত্রবধূ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, তখন আর আনন্দ ধরে রাখতে পারেননি নরেন্দ্রভাই৷ তিনি বন্ধুবান্ধব ও পরিচিতদের কাছ থেকে জানতে চান, কী করে স্বাগত জানাবেন নতুন অতিথিকে৷

advertisement

আরও পড়ুন : এই কারণগুলির জন্যই শীতকালে খেতেই হবে মধু

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

পুষ্পবৃ্টি, গানবাজনা থেকে সজ্জিত বুগিগাড়ি-এসেছিল হরেক প্রস্তাব৷ সব মিলিয়ে মিশিয়েই অবশেষে নবজাতিকা স্বরাকে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করা হয়৷ স্বরার বাবা মাকে অবশ্য বিশদে জানানো হয়নি৷ তাঁদের বলা হয়েছিল হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পথে অপেক্ষা করে আছে ছোট্ট উপহার৷ সেই ছোট উপহার যে এত বড় চমক রূপে দেখা দেবে, ভাবতে পারেননি এই দম্পতি৷ বর্ণাঢ্য শোভাযাত্রা আসরানি পরিবারের ঠিকানা বৃন্দাবন আবাসনে প্রবেশ করা মাত্র কন্যাসন্তান জন্মানোর আনন্দ উদযাপনে সামিল হন পড়শিরাও৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat: Welcoming new born girlchild: ব্যান্ডবাদ্যি বাজিয়ে ঘোড়ার গাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় সদ্যোজাত নাতনিকে অভ্যর্থনা বাড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল