হরিয়ানার অন্যতম প্রধান দলিত মুখ অশোক তানওয়ার। দলিত ভোটব্যাঙ্ক গড়ার স্বার্থে তাঁকে তুলে এনেছিলেন স্বয়ং রাহুল গান্ধী। কিন্তু ক্রমশই অশোকের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার।
আরও পড়ুন-নেত্রী পা রাখতেই বড় চমক, তৃণমূলে যোগ দিতে চলেছেন কীর্তি আজাদ
হরিয়ানা বিধানসভা ভোটে টিকিট ভাগাভাগি নিয়ে আরেক প্রস্থ তিক্ততা বারে ভূপেন্দ্র সিং ও অশোক তানওয়ারের। পরিস্থিতি এমন জায়গায় যায় যে, জনপথে বিক্ষোভ দেখাতেও দেখা যায় অশোক আনোয়ারকে। এর কিছুদিন পরেই কংগ্রেস ছাড়েন অশোক। এই সময় তাঁকে দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টিকে সমর্থন করতে দেখা গিয়েছিল। অর্থাৎ ঠাঁই খুঁজছিলেন এই নেতা। আর ঠিক এই সময়েই তৃণমূল খুঁজছে এমন মুখ যারা দলকে সর্বভারতীয় স্তরে সম্প্রসারিত করতে পারবে।
advertisement
চার দিনের সফরে দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের দ্বিতীয় দিনেই যে ভাবে সম্প্রসারণ কৌশল সাজাচ্ছেন, তাতে জোটের ভবিষ্যৎ নিয়ে কিছু প্রশ্ন থাকছেই। সম্প্রতি কংগ্রেসকে মুহুর্মুহু আক্রমণ করেছে মমতা ব্রিগেড। কংগ্রেস শিবিরের বহু তাৎপর্যপূর্ণ মুখ পা বাড়াচ্ছে তৃণমূলের দিকে। এই অবস্থায় তৃণমূল নেত্রী এবং সনিয়া গান্ধী মুখোমুখি হন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে