Kirti Azad to Join TMC| নেত্রী পা রাখতেই বড় চমক, তৃণমূলে যোগ দিতে চলেছেন কীর্তি আজাদ

Last Updated:

Kirti Azad to Join TMC| । আজ মঙ্গলবার বিকেল পাঁচটার সময় রাজধানীতে ঘাসফুল শিবিরে যোগদান সম্পন্ন হতে পারে তৃণমূল নেত্রীর উপস্থিতিতে।

তৃণমূলে যোগ দিতে চলেছেন কীর্তি আজাদ।
তৃণমূলে যোগ দিতে চলেছেন কীর্তি আজাদ।
#নয়াদিল্লি: কংগ্রেসে আরও এক ইন্দ্রপতন। সব ঠিক থাকলে আজ তৃণমূলে যোগ দিতে পারেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার সময় রাজধানীতে ঘাসফুল শিবিরে যোগদান সম্পন্ন হতে পারে তৃণমূল নেত্রীর উপস্থিতিতে।
২০১৫ সালের ২৩ ডিসেম্বর কীর্তি আজাদকে বিজেপি থেকে বহিষ্কার করা হয় সরাসরি অরুণ জেটলির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ করার জন্য। পরে ২০১৮ সালে কীর্তি আজাদ কংগ্রেসের যোগ দেন।
ক্রিকেট থেকে রাজনীতিতে আসা কীর্তি আজাদ দ্বারভাঙ্গা থেকে তিনবার সাংসদ হয়েছেন। ২০১৪ সালে তিনি বিজেপির টিকিটে লড়াই করেছিলেন।
advertisement
১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ। অর্থাৎ ধারে ও ভারে তিনি অনেকটা সদ্য তৃণমূলে আসা লিয়েন্ডারের মতই। উল্লেখ্য বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূল নিজেদের সর্বভারতীয় স্তরে তুলে ধরতে বদ্ধপরিকর। সেই কারণেই সুস্মিতা দেব, নাফিসা আলি, সকেত গোখেলরা একে একে গাঁটছড়া বেঁধেছেন দলের সঙ্গে। সেই পথ ধরেই এলেন কীর্তি আজাদ।
advertisement
আগামী ২৯ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার উপলক্ষে দিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ত্রিপুরার তুমুল ডামাডোলের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি চলে যান। তখনই অনুমান করা যাচ্ছিল দিল্লিতে কোনও বড় সমাপতন এর ইঙ্গিত রয়েছে। আর এই সমাপতনের নামই কীর্তি আজাদ।
advertisement
অর্থাৎ আজ কীর্তির যোগদানের অনুষ্ঠানে মমতা-অভিষেক দু'জনকেই দেখা যেতে পারে।  বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বিএসএফ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। এ বছর জুলাই মাসে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি গিয়েছিলেন সেটিই ছিল তৃণমূলের ক্ষমতায় আসার পর তার প্রথম দিল্লি যাত্রা। সেবারেও তিনি নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন।
advertisement
উল্লেখ্য আজ কীর্তি ছাড়াও আরও একজন তৃণমূলে যোগদান করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kirti Azad to Join TMC| নেত্রী পা রাখতেই বড় চমক, তৃণমূলে যোগ দিতে চলেছেন কীর্তি আজাদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement