TRENDING:

জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে মিশে রয়েছে অ্যাসবেস্টস ! রয়টার্সের রিপোর্টে ছড়াল চাঞ্চল্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: জনসন অ্যান্ড জনসন ৷ এই সংস্থাটির বেবি পাউডারে লুকিয়ে রয়েছে অ্যাসবেস্টস ৷ যা শরীরে ঢুকলে হতে পারে ক্যান্সারের মত মারণ রোগ ৷ তিন দশকেরও বেশি সময় ধরে তারা জানত সেই তথ্য ৷ কিন্তু তা স্বত্ত্বেও সেই তথ্য লুকিয়েই বাজারে দেদারে বিক্রি হচ্ছে জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ৷ সম্প্রতি রয়টার্সের একটি রিপোর্টে উঠে এসেছে এমনই একটি চাঞ্চল্যকর তথ্য ৷
advertisement

আমেরিকা-সহ গোটা বিশ্বে জনসনের বিরুদ্ধে দায়ের হয় একের পর এক মামলা ৷ প্রায় ১২হাজার মামলাকারী অভিযোগ জানান সংস্থার বিরুদ্ধে ৷ সেই মামলার প্রেক্ষিতেই সমস্ত গোপন তথ্য ফাঁস করতে বাধ্য হয় জনসন ৷ সেই তথ্যতেই উঠে আসে জনসন অ্যান্ড জনসনের পাউডারে মিশে রয়েছে অ্যাসবেস্টস ৷

১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত ৷ একাধিকবার পরীক্ষা করা হয় জনসনের ৷ প্রতিবারই পরীক্ষার পর জনসনের প্রডাক্টে মেলে বিষাক্ত খনিজ অ্যাসবেস্টস ৷ বেশ কিছুক্ষেত্রে মামলায় হেরে মামলাকারীদের মোটা অঙ্কের জরিমানা দিতেও বাধ্য হয় জনসন ৷ অভিযোগ, জনসনের বেবি পাউডার ব্যবহারের কারণে জরায়ু-সহ অন্যান্য ক্যানসারে আক্রান্ত হয়েছেন অনেকে ৷ সংস্থার শীর্ষ কর্তা থেকে খনি ম্যানেজার, বিজ্ঞানী, চিকিৎসক, আইনজীবী প্রত্যেকেই বিষয়টি জানতেন ৷ কিন্তু তা স্বত্ত্বেও বিষয়টি প্রকাশ্যে এনে কেন সাধারণ মানুষকে সচেতন করা হয়নি ? সেই নিয়ে উঠছে প্রশ্ন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

যদিও রয়টার্সের এই রিপোর্টকে সম্পূর্ণ ভ্রান্ত এবং একপেশে বলে ঘোষণা করে জনসন অ্যান্ড জনসন ৷ সংস্থার জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘মোটা টাকা পাওয়ার লোভে নথি বিকৃত করে আদালতকে বিভ্রান্ত করেছেন মামলাকারীরা ।’

বাংলা খবর/ খবর/দেশ/
জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে মিশে রয়েছে অ্যাসবেস্টস ! রয়টার্সের রিপোর্টে ছড়াল চাঞ্চল্য