TRENDING:

Aryan Khan Counselling: 'ভাল কিছু করে আপনাকে গর্বিত করব', এনসিবি কর্তাকে কথা দিলেন আরিয়ান

Last Updated:

এই মুহূর্তে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান৷ গত ২ অক্টোবর মুম্বাই উপকূলের কাছে একটি প্রমোদতরী থেকে তাঁকে গ্রেফতার করেছিল এনসিবি (Aryan Khan Counselling)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: শাহরুখ পুত্র আরিয়ান খানের কাউন্সিলিং করালো এনসিবি (Aryan Khan Counselling by NCB)৷ সূত্রের খবর, কাউন্সিলিং চলাকালীনই এনসিবি-র মুম্বাই ইউনিটের ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে আরিয়ান (Aryan Khan) প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি এমন কিছু ভালো কাজ করবেন যাতে সবাই গর্বিত বোধ করবে৷
আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান খান৷
আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান খান৷
advertisement

এনসিবি সূত্রে খবর, আরিয়ান (Aryan Khan Counselling) জানিয়েছেন, জেল থেকে মুক্তির পরই তিনি গরিব এবং পিছিয়ে পড়া মানুষের সামাজিক এবং আর্থিক উন্নয়নের জন্য কাজ করবেন৷ শুধু তাই নয়, ভুল কারণে সংবাদমাধ্যমের শিরোনামে আসতে হয়, এমন কোনও কাজও তিনি করবেন না৷ এনসিবি কর্তাকে আরিয়ান বলেন, 'আমি এমন কিছু করব যাতে আপনি একদিন আমাকে নিয়ে গর্ব বোধ করবেন৷'

advertisement

আরও পড়ুন: জেল ক্যান্টিনই ভরসা, ছেলে আরিয়ানকে কত টাকা পাঠালেন শাহরুখ- গৌরী?

এই মুহূর্তে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান৷ গত ২ অক্টোবর মুম্বাই উপকূলের কাছে একটি প্রমোদতরী থেকে তাঁকে গ্রেফতার করেছিল এনসিবি৷ ওই প্রমোদতরীতে একটি রেভ পার্টিতে মাদক সেবন চলছিল বলে অভিযোগ৷ যদিও আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি৷ গত ৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় মুম্বাইয়ের একটি বিশেষ আদালত৷

advertisement

এনসিবি-র তরফে জানানো হয়েছে, ওই প্রমোদতরী থেকে ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিল এবং ১ লক্ষ ৩৩ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ছিপছিপে চেহারা, পরনে ময়লা পোশাক, পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা
আরও দেখুন

ওই প্রমোদতরী থেকে গ্রেফতার হওয়া আরিয়ান সহ মোট সাতজনের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছিল৷ এনজিও-র কর্মীরা ছাড়াও এনসিবি আধিকারিকরা আরিয়ানের কাউন্সিলিং করেন৷ আগামী ২০ অক্টোবর আরিয়ানের জামিনের শুনানি হওয়ার কথা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Aryan Khan Counselling: 'ভাল কিছু করে আপনাকে গর্বিত করব', এনসিবি কর্তাকে কথা দিলেন আরিয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল