এনসিবি সূত্রে খবর, আরিয়ান (Aryan Khan Counselling) জানিয়েছেন, জেল থেকে মুক্তির পরই তিনি গরিব এবং পিছিয়ে পড়া মানুষের সামাজিক এবং আর্থিক উন্নয়নের জন্য কাজ করবেন৷ শুধু তাই নয়, ভুল কারণে সংবাদমাধ্যমের শিরোনামে আসতে হয়, এমন কোনও কাজও তিনি করবেন না৷ এনসিবি কর্তাকে আরিয়ান বলেন, 'আমি এমন কিছু করব যাতে আপনি একদিন আমাকে নিয়ে গর্ব বোধ করবেন৷'
advertisement
আরও পড়ুন: জেল ক্যান্টিনই ভরসা, ছেলে আরিয়ানকে কত টাকা পাঠালেন শাহরুখ- গৌরী?
এই মুহূর্তে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান৷ গত ২ অক্টোবর মুম্বাই উপকূলের কাছে একটি প্রমোদতরী থেকে তাঁকে গ্রেফতার করেছিল এনসিবি৷ ওই প্রমোদতরীতে একটি রেভ পার্টিতে মাদক সেবন চলছিল বলে অভিযোগ৷ যদিও আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি৷ গত ৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় মুম্বাইয়ের একটি বিশেষ আদালত৷
এনসিবি-র তরফে জানানো হয়েছে, ওই প্রমোদতরী থেকে ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিল এবং ১ লক্ষ ৩৩ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়৷
ওই প্রমোদতরী থেকে গ্রেফতার হওয়া আরিয়ান সহ মোট সাতজনের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছিল৷ এনজিও-র কর্মীরা ছাড়াও এনসিবি আধিকারিকরা আরিয়ানের কাউন্সিলিং করেন৷ আগামী ২০ অক্টোবর আরিয়ানের জামিনের শুনানি হওয়ার কথা৷