বিজেপির মুখপাত্র অমিত মালব্য CNN-News18 কে এ প্রসঙ্গে জানান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি কেলেঙ্কারি কাণ্ডে তলব করেছে সিবিআই। কারণ, তাঁর মন্ত্রিসভারই সদস্য ছিলেন মণীশ সিসোদিয়া। তাঁকে ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে।। মুখ্যমন্ত্রী হিসাবে, নিজের মন্ত্রিসভার সমস্ত সিদ্ধান্তের জন্যই মুখ্যমন্ত্রী দায়ী থাকেন। সেই কারণেই এই তলব বলে মন্তব্য মালব্যের। মালব্যের দাবি, আইন আইনের মতো চলবে।
advertisement
গত বছরের অগাস্ট মাসে দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে মণীশ সিসোদিয়া-সহ ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। গত ১৭ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য সিসোদিয়াকে তলবও করা হয়। এছাড়াও তল্লাশি চালানো হয় তাঁর বাড়ি এবং ব্য়াঙ্ক অ্যাকাউন্টে। শেষে গত বছরের নভেম্বরে এই ঘটনায় প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
April 14, 2023 5:53 PM IST