Vande Bharat Train | Train Engine: বন্দে ভারত এক্সপ্রেসে থাকে না ইঞ্জিন! তাহলে ট্রেন চলে কীভাবে? ড্রাইভারই বা কী করেন? জানেন কি?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Vande Bharat Express :ইঞ্জিন ছাড়া চলছে ট্রেন। এমনটাও হয় নাকি? প্রতিটি ট্রেনের সামনের অংশে একটি ইঞ্জিন কোচ লাগানো থাকে এবং সেই ইঞ্জিন কোচই পিছনের কোচগুলিকে টেনে নিয়ে যায়। কিন্তু এমনও ট্রেন আছে যার আলাদা করে কোনও ইঞ্জিন নেই। তবে শুরু ইঞ্জিনবিহীন ট্রেনের কথা।
দেশে একের পর এক সূচনা হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের৷ এই সেমি হাই স্পিড ট্রেন যাত্রীদেরও খুব পছন্দ হচ্ছে। অতিসহজে কম সময়ে এক শহর থেকে অন্য শহরে চলে যেতে পারছেন যাত্রীরা৷ পরিষেবা নিয়েও কোনও কথা হবে না৷ এই ট্রেনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই ট্রেনের স্পিড। এছাড়াও, বন্দে ভারত সম্পর্কিত এমন অনেক কথাই রয়েছে, যা জানলে আপনি চমকে যাবেন৷
advertisement
advertisement
বন্দে ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ স্বয়ংক্রিয় দরজা এবং এসি কোচ রয়েছে। ট্রেনটিতে ১৬টি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার কোচ রয়েছে। ইকোনমি এবং এক্সিকিউটিভ ক্লাসের বিকল্পও রয়েছে। তবে এক্সিকিউটিভ ক্লাসের বিশেষত্ব হল এর রিভলফভিং চেয়ার৷ এই ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসে একটি রিভলভিং চেয়ার আছে যা ১৮০ ডিগ্রি ঘুরতে পারে।
advertisement
advertisement
তবে সবচেয়ে মজার যে বিষয়টি জানলে অবাক হবেন, তা হল বন্দে ভারত এক্সপ্রেস ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন। এখনও পর্যন্ত ভারতীয় সব ট্রেনেই একটি পৃথক ইঞ্জিন কোচ থাকে৷ কিন্তু ট্রেন 18-এ বুলেট বা মেট্রো ট্রেনের মতো ইন্টিগ্রেটেড ইঞ্জিন বা একীকৃত ইঞ্জিন ব্যবহার করা হয়, যা কোচের সঙ্গে লাগানো থাকে। (নিউজ 18 হিন্দি)
advertisement
