পুত্রসন্তানের জন্ম দিলেন সোনালি খাতুন... শুভেচ্ছা অভিষেকের, নবজাতককে দেখতে শীঘ্রই যাবেন হাসপাতালে
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
সোনালি ও তাঁর সদ্যোজাত পুত্রসন্তানকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সিউড়ি, অক্ষয় ধীবর: দেশের মাটিতেই পুত্রসন্তানের জন্ম দিলেন সোনালি খাতুন। সোনালি ও তাঁর সদ্যোজাত পুত্রসন্তানকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডলে অভিষেক লেখেন, ‘তিনি যে অবিচারের শিকার হয়েছিলেন, তার প্রেক্ষিতে এই আনন্দের মুহূর্ত আরও বেশি গভীর মনে হয়। আগামিকাল (৬ জানুয়ারি) আমি বীরভূম সফরে যাচ্ছি। সোনালি ও তাঁর নবজাতককে শুভেচ্ছা জানাতে আমি ব্যক্তিগত ভাবে হাসপাতালে যাব।’
I am deeply moved and genuinely heartened to learn that Sunali Khatun has given birth to a healthy baby boy at Rampurhat Medical College, Birbhum. This moment of joy feels even more profound against the backdrop of the injustice she was subjected to. In a shocking abuse of power,…
— Abhishek Banerjee (@abhishekaitc) January 5, 2026
advertisement
advertisement
advertisement
অভিযোগ, দিল্লির রোহিণী বস্তি এলাকা থেকে আটক করা হয়েছিল সোনালি খাতুনকে৷ গত মে মাসে প্রশাসনের নির্দেশে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালিদের। অনুপ্রবেশকারী সন্দেহে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছিল। এ দিকে সোনালির বাবা ভদু শেখ দাবি করেছিলেন, তাঁর মেয়ের জন্ম বাংলায়। তাঁর বাবা ভাদু শেখের অভিযোগ ছিল, বাংলাভাষী বলেই এমন ঘটনা ঘটেছে তাঁর মেয়ের সঙ্গে৷ পরবর্তীকালে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সোনালি খাতুনকে৷ সেই সময় অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছরের সন্তানকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য বুধবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ কেন্দ্রের পক্ষ থেকেও শীর্ষ আদালতকে লিখিত ভাবে জানানো হয়েছে, মানবিকতার কথা বিবেচনা করেই সোনালি এবং তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফেরানো হবে৷
advertisement
শুধু ফিরিয়ে আনাই নয়, ভারতে আসার পর অন্তঃসত্ত্বা সোনালি এবং তাঁর ছেলের চিকিৎসা যাতে ঠিক মতো হয়, কেন্দ্রকে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ সোনালি খাতুনের দাবি, তিনি ভারতীয় নাগরিক ভদু শেখের কন্যা৷ নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে জানান, ভদু শেখের নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন না থাকে তাহলে নাগরিকত্ব আইন অনুযায়ী সোনালি এবং সোনালির সন্তানরাও ভারতীয় নাগরিকই হবেন৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 4:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুত্রসন্তানের জন্ম দিলেন সোনালি খাতুন... শুভেচ্ছা অভিষেকের, নবজাতককে দেখতে শীঘ্রই যাবেন হাসপাতালে








