আবগারি দুর্নীতি মামলায় গতকাল রাতেই কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি৷ কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে গতকাল রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আপ৷ কিন্তু জরুরি শুনানির আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত৷ তার পর এ দিনই দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি৷
আরও পড়ুন: রবিবারই কেন সপ্তাহের ছুটির দিন, কীভাবে শুরু হল এই ব্যবস্থা? ভারতেও রয়েছে ইতিহাস
advertisement
কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই দিল্লি জুড়ে বিক্ষোভে নেমেছেন আপ কর্মী সমর্থকরা৷ বিক্ষোভ ছড়িয়েছে আপ শাসিত পঞ্জাবেও৷ আদালত চত্বরের বাইরেও এ দিন ভিড় করে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির সমর্থকরা৷
আপ অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, গ্রেফতার হলেও জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল৷ যদিও আপ-এর এই ঘোষণার পরই নতুন আশঙ্কা প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷
তিনি দাবি করেছেন, আপ যদি কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী রাখার সিদ্ধান্তে অনড় থাকে তাহলে সেই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে৷ কারণ, সংবিধানেই সেই সুযোগ রয়েছে৷