২৭ বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা৷ ম্যাজিক ফিগার ছাড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠতা কার্যত নিশ্চিত করে ফেলেছে গেরুয়া শিবির৷ একা কেজরিওয়াল নন, তাঁর মতোই হারের মুখ দেখেছেন আপ-এর আর এক সিনিয়র নেতা মণীশ সিসোদিয়া৷ হারের মুখে দাঁড়িয়ে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশীও৷
আরও পড়ুন: ‘আপ-কে জেতানোর দায় আমাদের নয়’, গোয়া-উত্তরাখণ্ডে কী হয়েছিল, কেজিরকে মনে করাল কংগ্রেস
advertisement
শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৩ হাজার ভোটে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ কেজরিওয়াল যে নতুন দিল্লি কেন্দ্র থেকে পরাজিত হলেন, সেই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত ৩৮০০-র বেশি ভোট পেয়েছেন৷ ফলে কেজরির হারেও কংগ্রেসের অবদান থাকল, এ কথা বলাই ভাল৷
কেজরিওয়ালকে পরাজিত করার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে যান পরভেশ ভার্মা৷ বিজেপির অন্দরে পরভেশ জায়ান্ট কিলার হিসেবেই পরিচিত৷ দিল্লির সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁর নাম উঠে আসছে৷
২০১৩ সালে এই নতুন দিল্লি কেন্দ্র থেকেই কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে পরাজিত করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ ১২ বছর পর সেই কেন্দ্র থেকেই হারের মুখ দেখলেন তিনি৷