TRENDING:

Arvind Kejriwal: ১৫ কোটির রফা! আপ মন্ত্রীর কাছে বিজেপির ফোন? দিল্লির ফল প্রকাশের আগেই বোমা ফাটালেন কেজরিওয়াল

Last Updated:

Arvind Kejriwal: দিল্লি বিধানসভার ফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি, ২০২৫। প্রায় সব বুথফেরত সমীক্ষাই আভাস দিয়েছে, দিল্লিতে ২৭ বছর পর সরকার গড়তে চলেছে বিজেপি। ফল প্রকাশের আগে চাঞ্চল‍্যকর অভিযোগ সামনে আনলেন আম আদমি পার্টির(আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ দিল্লি বিধানসভার ফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি, ২০২৫। প্রায় সব বুথফেরত সমীক্ষাই আভাস দিয়েছে, দিল্লিতে ২৭ বছর পর সরকার গড়তে চলেছে বিজেপি। ফল প্রকাশের আগে চাঞ্চল‍্যকর অভিযোগ সামনে আনলেন আম আদমি পার্টির(আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার, তিনি অভিযোগ করেন, দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাঁর দলের নেতাদের টাকা দিয়ে পার্টি বদলাতে বাধ্য করছে ।
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল
advertisement

আরও পড়ুনঃ একের পর এক বড় বিনিয়োগ অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে! কারা কারা বিনিয়োগ করলেন? হদিশ দিলেন মুখ‍্যমন্ত্রী

প্রাক্তন দিল্লি মুখ্যমন্ত্রী জানান যে বিজেপি তাঁদের ১৬ জন প্রার্থী যারা দিল্লি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাঁদের ফোন করেছেন এবং তাঁদেরকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ১৫ কোটি টাকার অফার দিয়েছেে। নিজের এক্সে (X) হ‍্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, “কিছু সংস্থা দেখাচ্ছে যে বিজেপি ৫৫টির বেশি আসন পাচ্ছে। গত দুই ঘণ্টায়, আমাদের ১৬ জন প্রার্থীর কাছে ফোন এসেছে। তাঁরা যদি আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে যোগ দেয়, তবে তাঁরা তাঁদের মন্ত্রীত্ব দেবেন এবং প্রতিটি প্রার্থীকে ১৫ কোটিরও বেশি টাকা দেবে।”

advertisement

আরও পড়ুনঃ যমের দুয়ারে কোলেস্টেরল! এই ৪ কাজেই রাতারাতি খেল খতম, নির্মূল হার্ট অ্যাটাকের চান্স

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তিনি আরও বলেন, “যদি তাঁদের পার্টি ৫৫টিরও বেশি আসন পায় তবে আমাদের প্রার্থীদের কেন ফোন করতে হবে? স্পষ্টভাবে বলতে গেলে, এগুলি একেবারে মিথ্যা সার্ভে। এগুলির একমাত্র উদ্দেশ্যে এই হল কিছু প্রার্থীর মনোবল ভেঙে দেওয়ার পরিবেশ তৈরি করা। কিন্তু আমাদের একজন প্রার্থীও মনোবল হারাবে না।” কেজরিওয়ালের অভিযোগের পক্ষে সমর্থন জানিয়ে আপ নেতা মুখেশ আলওয়াত বলেছেন যে তাঁর কাছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে থাকে সরে যাওয়ার থেকে মৃত‍্যু ভাল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal: ১৫ কোটির রফা! আপ মন্ত্রীর কাছে বিজেপির ফোন? দিল্লির ফল প্রকাশের আগেই বোমা ফাটালেন কেজরিওয়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল