প্রাক্তন দিল্লি মুখ্যমন্ত্রী জানান যে বিজেপি তাঁদের ১৬ জন প্রার্থী যারা দিল্লি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাঁদের ফোন করেছেন এবং তাঁদেরকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ১৫ কোটি টাকার অফার দিয়েছেে। নিজের এক্সে (X) হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, “কিছু সংস্থা দেখাচ্ছে যে বিজেপি ৫৫টির বেশি আসন পাচ্ছে। গত দুই ঘণ্টায়, আমাদের ১৬ জন প্রার্থীর কাছে ফোন এসেছে। তাঁরা যদি আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে যোগ দেয়, তবে তাঁরা তাঁদের মন্ত্রীত্ব দেবেন এবং প্রতিটি প্রার্থীকে ১৫ কোটিরও বেশি টাকা দেবে।”
advertisement
আরও পড়ুনঃ যমের দুয়ারে কোলেস্টেরল! এই ৪ কাজেই রাতারাতি খেল খতম, নির্মূল হার্ট অ্যাটাকের চান্স
তিনি আরও বলেন, “যদি তাঁদের পার্টি ৫৫টিরও বেশি আসন পায় তবে আমাদের প্রার্থীদের কেন ফোন করতে হবে? স্পষ্টভাবে বলতে গেলে, এগুলি একেবারে মিথ্যা সার্ভে। এগুলির একমাত্র উদ্দেশ্যে এই হল কিছু প্রার্থীর মনোবল ভেঙে দেওয়ার পরিবেশ তৈরি করা। কিন্তু আমাদের একজন প্রার্থীও মনোবল হারাবে না।” কেজরিওয়ালের অভিযোগের পক্ষে সমর্থন জানিয়ে আপ নেতা মুখেশ আলওয়াত বলেছেন যে তাঁর কাছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে থাকে সরে যাওয়ার থেকে মৃত্যু ভাল।