সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, “বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ একটি সেনা ট্রাক পুঞ্চের ভিম্বার গলি থেকে সংজিওতের উদ্দেশে যাচ্ছিল। ঠিক তখন ভারী বৃষ্টিপাতের সুযোগ নিয়ে সন্ত্রাসবাদীরা গুলি চালায়। সম্ভবত গ্রেনেড হামলার জেরেই সেনা কনভয়ে আগুন ধরে যায়।’ জানা গিয়েছে, হামলায় মৃত ৫ জন সেনাকর্মী রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য। আহত এক সেনাকর্মী বর্তমানে রাজৌরির সেনা হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে সেনা।
advertisement
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ দেখা যাচ্ছে, গাড়িটি দাউদাউ করে জ্বলছে। এলাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট ভেজা৷ ফলে সমস্যায় পড়ে দমকলবাহিনী ও পুলিশ।
সম্প্রতি সশস্ত্র জঙ্গি ঢুকে পড়ে রাজৌরির ডাঙরি গ্রামের একটি বাড়িতে। এলোপাথাড়ি গুলি চালায়। তারপরে পর পর আরও দুটি বাড়িতে একই ভাবে হামলা চালায় তাঁরা। তারও আগে গত ১৬ ডিসেম্বর সেনা শিবিরের বাইরে দুজনকে গুলি করে খুন করা হয়েছিল। প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে ভূস্বর্গ৷ বাড়ছে আতঙ্ক৷