জম্মু-কাশ্মীরের কিশতওয়াড় জেলার নাগিনসুর রিজের বকরওয়াল ডেরাতে সেই পরিবারকে উদ্ধার করতে হাজির ভারতীয় সেনা। বশির আহমেদ নামের এক ব্যক্তি ফোন করে সেনার কাছে সাহায্যের আর্জি জানান। তিনি জানান, তাঁর পরিবার প্রবল তুষারপাতে আটকে রয়েছে। খাবার ও জল সঙ্গে যা ছিল সব শেষ। সেনা সাহায্য না করলে মৃত্যু আসন্ন। তখনই সেনার তরফে জানতে চাওয়া হয়, তিনি ও তাঁর পরিবার ঠিক কত উঁচুতে আটকে রয়েছেন! বশির জানান, ১১ হাজার ফিট। এক মিনিটও সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়েন সেনা জওয়ানরা। ভান্ডারকুট চেক পোস্ট থেকে কয়েকজন সেনা জওয়ান ওই ব্যক্তি ও তাঁর পরিবারকে সাহায্যের জন্য রওনা দেন।
advertisement
স্ত্রী, তিন সন্তান ও পোষ্যদের সঙ্গে বরফে আটকে ছিলেন বশির। খাবার, জল সব শেষ। প্রতিকূল পরিস্থিতিতে বশিরের পরিবারের কাছে পৌঁছতে গোটা দিন লেগে যায় সেনা জওয়ানদের। কিন্তু শেষমেশ বশিরের পরিবারে কাছে পৌঁছে খাবার, জল দেয় ভারতীয় সেনা। খাবার ও জল ছাড়াও জরুরি ওষুধ বাকি সরঞ্জাম বশিরকে দেন জওয়ানরা। বশির জানিয়েছেন, তাঁদের মতো পশুপালকদের বছরের একটি নির্দিষ্ট সময় ওই এলাকায় আসতে হয়। প্রতিবার যে কোনও বিপদে সেনার জওয়ানরা তাঁদের পাশে থাকেন।
