TRENDING:

সেনাদের খাবার বিক্রি করে দেয় আধিকারিকরা, ইন্টারনেটে ভাইরাল সেনার ভিডিও !

Last Updated:

বলিউড অভিনেতা রণদীপ হুডা সম্প্রতি তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন একটি ভিডিও ৷ যেখানে ভারতীয় সেনার এক জওয়ান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড অভিনেতা রণদীপ হুডা সম্প্রতি তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন একটি ভিডিও ৷ যেখানে ভারতীয় সেনার এক জওয়ান তেজ বাহাদুর স্পষ্টই জানিয়ে দিলেন, দেশের জন্য প্রাণ দিই আমরা৷ গরম, শীত, বরফ উপেক্ষা করে দেশকে রক্ষা করি ৷ ঝড়ের মধ্যে লড়ে যাই ৷ দেশের জন্য শহিদ হয়ে যাই ৷ দেশের মানুষ যাতে শান্তির নিদ্রা নিতে পারেন আমরা জেগে থাকি ৷ কিন্তু এত কিছু ঘটে যায়, সংবাদ মাধ্যমে আমাদের দুর্দশা তুলে ধরেন না ৷ অনেক সময় আমরা এই সব কাজ পেটে খিদে নিয়েই করি ৷ সহ্য করে যাই সব কষ্ট ৷
advertisement

ভিডিওতে জওয়ান আরও বললেন, সরকার আমাদের সুবিধার জন্য সরঞ্জাম দেয় ৷ খাওয়ার ব্যবস্থাও করে ৷ কিন্তু সেই সব জিনিস আমাদের হাত আসেই না ৷ উচ্চ আধিকারিকরা নিজেরাই সব খাবার খেয়ে নেন ৷ আর অন্যান্য জিনিসপত্রগুলো বাজারে বিক্রি করে দেন ৷

advertisement

জওয়ানের কথায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা করছি ৷ আমাদের এই দুঃখ, কষ্টের দিকে একটু নজর দিন ৷ তাঁর কাছে আমাদের কষ্টের ছবি তুলে ধরার জন্যই এই ভিডিওটা আপলোড করলেন ৷ তবে তেজ বাহাদুর এই একটা ভিডিওই নয় ৷ আপলোড করেছেন আরও দুটি ভিডিও ৷ যেখানে দেখানো হয়েছে সীমান্তে থাকা ভারতীয় সেনাদের রোজকার জীবন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সেনাদের খাবার বিক্রি করে দেয় আধিকারিকরা, ইন্টারনেটে ভাইরাল সেনার ভিডিও !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল