ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান সচিন তেণ্ডুলকরের ছেলে অর্জুন বর্তমানে খবরে (Arjun Tendulkar Saaniya Chandhok engagement)। তিনি গত সপ্তাহে মুম্বইয়ের বিখ্যাত ব্যবসায়ী পরিবার থেকে আসা সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সেরেছেন। অর্জুন ও সানিয়া স্কুলজীবনের বন্ধু। তবে বাগদানের আগে অর্জুন অন্য এক মহিলার সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন।
advertisement
প্রায় তিন বছর আগে, অর্থাৎ ২০২২ সালে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন অর্জুন তেণ্ডুলকর। সেখানেই এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়।
২০২২ সালে ঘটনাটি ঘটে। তখন অর্জুনকে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে দলে নিলেও তিনি একটি ম্যাচও খেলতে পারেননি। এমনকি মুম্বই রঞ্জি ট্রফি দলে জায়গা পাননি। একের পর এক হতাশার পর তিনি ছুটি কাটাতে ইংল্যান্ডে যান।
সেখানে তাঁর পরিচয় হয় এক মহিলার সঙ্গে। দীর্ঘদিনের বন্ধু হওয়ায় দু’জনেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে প্রশংসা করতেন। তাঁদের প্রায়ই মাঠে দেখা যেত, কারণ সেই মহিলা ছিলেন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের তারকা।
এবার নিশ্চয়ই বুঝে গেছেন—তিনি আর কেউ নন, ড্যানিয়েল ওয়ায়াট (Danielle Yat)। অর্জুন যখন লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন, তখন ড্যানিয়েল ওয়ায়াট ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায়, বাঁহাতি বোলিং অলরাউন্ডার অর্জুন তেণ্ডুলকর এক রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। সেই ‘লাঞ্চ ডেট’-এর ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ইন্টারনেটে তখন ট্রোলরা বলতে শুরু করে—সচিনের ঘরে এবার বিদেশি বউমা আসছে। ড্যানিয়েল ওয়ায়াট অর্জুনের বোলিংয়ের ভক্ত ছিলেন। তাঁরা একসঙ্গে প্র্যাকটিসও করতেন।
তবে ২০২৩ সালে ইংল্যান্ডের ব্যাটার ড্যানিয়েল ওয়ায়াট তাঁর সমকামী সঙ্গী জর্জি হজ-এর সঙ্গে বাগদান সেরেছেন। দু’জনে ২০২৪ সালে বিয়ের সিদ্ধান্তও নেন। মনে করিয়ে দিই, একসময় ড্যানিয়েল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন।