TRENDING:

বাগদানের আগে এই মহিলার সঙ্গে ডেটে গিয়েছিলেন সচিনের ছেলে! একটা কথা জানতে পেরেই ভেস্তে গেল 'ভালবাসা'

Last Updated:

Arjun Tendulkar engagement: অর্জুন ও সানিয়া স্কুলজীবনের বন্ধু। তবে বাগদানের আগে অর্জুন অন্য এক মহিলার সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন। জানেন, তিনি কে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্জুন তেণ্ডুলকর এবং সানিয়া চন্দোকের বাগদান (Arjun Tendulkar engagement) নিয়ে জোরদার চর্চা দেশজুড়ে। কিন্তু অনেকেই জানেন না, অর্জুনের পছন্দ ছিল অন্য কাউকে! ডেটেও গিয়েছিলেন। কিন্তু শেষ অবধি হল না কেন? জানেন সেই কাহিনী?
অর্জুন ও সানিয়া স্কুলজীবনের বন্ধু। তবে বাগদানের আগে অর্জুন অন্য এক মহিলার সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন। জানেন, তিনি কে?
অর্জুন ও সানিয়া স্কুলজীবনের বন্ধু। তবে বাগদানের আগে অর্জুন অন্য এক মহিলার সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন। জানেন, তিনি কে?
advertisement

ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান সচিন তেণ্ডুলকরের ছেলে অর্জুন বর্তমানে খবরে (Arjun Tendulkar Saaniya Chandhok engagement)। তিনি গত সপ্তাহে মুম্বইয়ের বিখ্যাত ব্যবসায়ী পরিবার থেকে আসা সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সেরেছেন। অর্জুন ও সানিয়া স্কুলজীবনের বন্ধু। তবে বাগদানের আগে অর্জুন অন্য এক মহিলার সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন।

২ দিন আগেই হোটেলে একসঙ্গে রাত কাটিয়েছিলেন! সিঙ্গুরে তরুণী নার্সের প্রেমিকের চাঞ্চল্যকর বয়ান! মৃত্যুরহস্যে নয়া মোড়

advertisement

বিবাহ বিচ্ছেদ করছেন না খোরপোশের ভয়ে? ডিভোর্সের পর স্ত্রী আপনার থেকে সর্বোচ্চ কত টাকা চাইতে পারেন? জেনে নিন আইন 

প্রায় তিন বছর আগে, অর্থাৎ ২০২২ সালে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন অর্জুন তেণ্ডুলকর। সেখানেই এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়।

advertisement

২০২২ সালে ঘটনাটি ঘটে। তখন অর্জুনকে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে দলে নিলেও তিনি একটি ম্যাচও খেলতে পারেননি। এমনকি মুম্বই রঞ্জি ট্রফি দলে জায়গা পাননি। একের পর এক হতাশার পর তিনি ছুটি কাটাতে ইংল্যান্ডে যান।

সেখানে তাঁর পরিচয় হয় এক মহিলার সঙ্গে। দীর্ঘদিনের বন্ধু হওয়ায় দু’জনেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে প্রশংসা করতেন। তাঁদের প্রায়ই মাঠে দেখা যেত, কারণ সেই মহিলা ছিলেন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের তারকা।

advertisement

এবার নিশ্চয়ই বুঝে গেছেন—তিনি আর কেউ নন, ড্যানিয়েল ওয়ায়াট (Danielle Yat)। অর্জুন যখন লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন, তখন ড্যানিয়েল ওয়ায়াট ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায়, বাঁহাতি বোলিং অলরাউন্ডার অর্জুন তেণ্ডুলকর এক রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। সেই ‘লাঞ্চ ডেট’-এর ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ইন্টারনেটে তখন ট্রোলরা বলতে শুরু করে—সচিনের ঘরে এবার বিদেশি বউমা আসছে। ড্যানিয়েল ওয়ায়াট অর্জুনের বোলিংয়ের ভক্ত ছিলেন। তাঁরা একসঙ্গে প্র্যাকটিসও করতেন।

তবে ২০২৩ সালে ইংল্যান্ডের ব্যাটার ড্যানিয়েল ওয়ায়াট তাঁর সমকামী সঙ্গী জর্জি হজ-এর সঙ্গে বাগদান সেরেছেন। দু’জনে ২০২৪ সালে বিয়ের সিদ্ধান্তও নেন। মনে করিয়ে দিই, একসময় ড্যানিয়েল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন।

বাংলা খবর/ খবর/দেশ/
বাগদানের আগে এই মহিলার সঙ্গে ডেটে গিয়েছিলেন সচিনের ছেলে! একটা কথা জানতে পেরেই ভেস্তে গেল 'ভালবাসা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল