TRENDING:

Anubrata Mondal: ম্যাকডোনাল্ডসের বার্গার, সঙ্গে সুগার ফ্রি কফি! দিল্লি গিয়ে রুচি বদল কেষ্টর

Last Updated:

আদালতে শুনানি পর্ব মিটতে যথারীতি বেশ কয়েক ঘণ্টা সময় লাগে৷ এরই মাঝে ফের অনুব্রতর জন্য খাবারের ব্যবস্থা করতে হয় ইডি কর্তাদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: বীরভূমে থাকাকালীন তিনি বলতেন, তাঁর প্রিয় খাবার মুড়ি আর ছোলার ডাল! সিবিআই হেফাজতে থাকাকালীনও কলকাতায় বার বার বাঙালি খাবারের জন্য বায়না করতেন অনুব্রত৷ এমন কি দিল্লিতে নিয়ে যাওয়ার পর ইডি-র পক্ষ থেকেও অনুব্রতর জন্য মাছের ঝোল- ভাতের ব্যবস্থা করা হয়েছে৷
দিল্লিতে গিয়ে বার্গার খেলেন অনুব্রত।
দিল্লিতে গিয়ে বার্গার খেলেন অনুব্রত।
advertisement

কিন্তু এ দিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করার পর অনুব্রতর জন্য ম্যাকডোনাল্ডস থেকে খাবার আনালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ম্যাকডোনাল্ডস থেকে অনুব্রতর জন্য বার্গার ছাড়াও সুগার ফ্রি কোল্ড কফি নিয়ে আসা হয়৷ এ দিন সকালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হয়৷ তার পর খাওয়া দাওয়া সেরে তাঁকে আদালতে নিয়ে যায় ইডি৷ এ দিন অনুব্রতর আব্দার মেনে মাছের ঝোল, ভাতের সঙ্গে শেষ পাতে অনুব্রতর জন্য সন্দেশেরও ব্যবস্থা করে ইডি৷ ফলে বেশ খোশমেজাজেই আদালতে যান কেষ্ট৷

advertisement

আরও পড়ুন: হঠাৎ ইডি-র কাছে অনুব্রতর আবদার! এমন জিনিস চাইলেন, শুনে আকাশ থেকে পড়লেন অফিসাররা

আদালতে শুনানি পর্ব মিটতে যথারীতি বেশ কয়েক ঘণ্টা সময় লাগে৷ এরই মাঝে ফের অনুব্রতর জন্য খাবারের ব্যবস্থা করতে হয় ইডি কর্তাদের৷ কারণ, অনুব্রতর ডায়াবেটিস রয়েছে৷ ফলে বেশিক্ষণ তাঁকে খালি পেটে রাখার ঝুঁকি নিচ্ছে না ইডি৷

advertisement

আরও পড়ুন: ED র জালে আরেক তৃণমূল নেতা, এবার গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্য়ায়

তাই চটজলদি অনুব্রতর জন্য ম্যাকডোনাল্ডস থেকে বার্গার এবং চিনি ছাড়া কোল্ড কফি নিয়ে আসা হয়৷ আদালতে বসেই তা তৃপ্তি করে খান অনুব্রত৷ শুনানি শেষে অবশ্য অনুব্রতকে ১১ দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এমনিতে দুপুরে ভাত, ডাল, আলু পোস্ত, মাছের ঝোলের মতো বাঙালি খাবার ছাড়াও টোস্ট এবং চা দেওয়া হচ্ছে অনুব্রতকে৷ সূত্রের খবর, ইডি-র নিজস্ব ক্যান্টিনে বাঙালি খাবার পাওয়া যায় না। কিন্তু কেষ্ট-র যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বাইরে থেকে খাবারের ব্যবস্থা করছেন ইডি আধিকারিকরা। অনুব্রতকে ইডি-র সদর দফতরে যে ঘরে রাখা হয়েছে, সেখানে রয়েছে ফ্যান, এসি, অ্যাটাচড বাথরুম৷ প্রশ্ন হচ্ছে, পছন্দের খাবারের ব্যবস্থা করলেও ইডি-র আধিকারিকরা যে সমস্ত প্রশ্নের উত্তর চাইছেন, অনুব্রত তা দেন কি না৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal: ম্যাকডোনাল্ডসের বার্গার, সঙ্গে সুগার ফ্রি কফি! দিল্লি গিয়ে রুচি বদল কেষ্টর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল