TET Scam | ED Arrest: ED র জালে আরেক তৃণমূল নেতা, এবার গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্য়ায়

Last Updated:

এদিন ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন কুন্তল ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীও। তাঁকে তাঁর ব্যাঙ্কের নথিপত্র নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল।

কলকাতা: এবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়কে গ্রেফতার করল ইডি। গত ২০ জানুয়ারিই এই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। সেই সময় তাঁর বাড়ি থেকে চাকরিপ্রার্থীদের নাম, অ্যাডমিট কার্ড, সুপারিশ পত্র পাওয়া গিয়েছিল। তাঁর বাড়িতে কীভাবে এসেছিল ওই সব নথি? নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গেই বা তাঁর কী সম্পর্ক? সে সবই তাঁর কাছে জানতে চেয়েছিলেন ইডির আধিকারিকেরা। কিন্তু, সেই সমস্ত প্রশ্নের সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি ওই তৃণমূল নেতা।
তবে এই প্রথম নয়। এর আগেও ৭ বার তলব করা হয়েছিল কুন্তল ঘনিষ্ঠ তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্য়ায়কে। সূত্রের খবর, এই শান্তনুর সঙ্গে কুন্তলের একাধিক আর্থিক লেনদেনের হদিস পাওয়া গিয়েছে। তাছাড়া, নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের সঙ্গে নাকি কুন্তলের পরিচয় করিয়ে দিয়েছিলেন এই শান্তনুই। ইডি-র দাবি, এই শান্তনুই নাকি ঠিক করতেন, কত টাকায় স্কুলের চাকরি বিক্রি করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ৮৯ মিনিটের মাথায় তালিকা প্রকাশ, আদালতের নির্দেশে বাতিল Grp-C এর ৮৪২ জনের চাকরি
এদিন দুপুর ১২টা নাগাদ তাঁর ব্যাঙ্কের যাবতীয় নথি পত্র নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র সদর দফতরে শান্তনুকে তলব করেছিল ইডি। সেই মতো তিনি হাজিরাও দেন। তার পরে টানা ৭ ঘণ্টা চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, ইডি-র আধিকারিকরা তাঁকে তাঁর ব্যাঙ্ক থেকে হওয়া একাধিক মোটা টাকার লেনদেন নিয়ে প্রশ্ন করেন। কিন্তু, তার কোনওটারই সদুত্তর দিতে পারেননি এই তৃণমূল নেতা। এছাড়া, টলিউডের এক অভিনেত্রীর সঙ্গেও তাঁর যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলে ইডি। তা নিয়েও চুপ থেকেছেন শান্তনু।
advertisement
এদিন ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন কুন্তল ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীও। তাঁকে তাঁর ব্যাঙ্কের নথিপত্র নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TET Scam | ED Arrest: ED র জালে আরেক তৃণমূল নেতা, এবার গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্য়ায়
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement