এদিন আদালতে সুকন্যার আইনজীবী আবেদন করেন সুকন্যাকে তাঁর বাবা অনুব্রত মণ্ডল ও এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে দেওয়ার জন্য। পাশাপাশি, জেলে থাকাকালীন ওষুধ ও ধার্মিক বইপত্র রাখতে চেয়েছেন সুকন্যা। যদিও সেগুলি বিচারক মঞ্জুর করেছেন কি না তা এখনও পরিষ্কার নয়।
আরও পড়ুন: ২০১৪ থেকে 'খেলা' শুরু, অনুব্রত কন্যার গোপন-প্রাপ্তি! তাজ্জব ইডি, আকাশ থেকে পড়ার জোগাড়
advertisement
এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন, অনুব্রত মণ্ডলের সঙ্গে কবে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে সুকন্যা মণ্ডলকে? ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই বারংবার জেরার মুখে পড়ে হাউহাউ করে কেঁদে ফেলেন সুকন্যা। অধিকাংশ প্রশ্নের উত্তরই তিনি এখনও এড়িয়ে যাচ্ছেন। তাঁর মুখে এখন একটাই কথা, বাবার সঙ্গে দেখা করতে চাই!
আরও পড়ুন: মুহূর্তের মধ্যে বদলে যাবে আবহাওয়া, শিলাবৃষ্টি ও ঝড়ের সতর্কতা কলকাতায়! রাজ্যজুড়ে বৃষ্টির খবর
ইডি সূত্রে খবর, গরু পাচারের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও জিজ্ঞাসাবাদ করা দরকার অনুব্রত ও সুকন্যাকে। গরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে যে নথি এসেছে, তার ভিত্তিতে তৃণমূল নেতা ও তাঁর মেয়েকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। কোথা থেকে অনুব্রত ও সুকন্যার এত সম্পত্তি এল, সে বিষয়ে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।
রাজীব চক্রবর্তী