TRENDING:

Anubarat Mondal News | Sukanya Mondal: বাবার মতো এবার জেলেই জীবন সুকন্যার! আদালতে অনুব্রতকে নিয়ে যা বললেন, তাজ্জব সকলেই

Last Updated:

Anubrata Mondal News | Sukanya Mondal: ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাজধানীর রাউস অ্যাভিনিউ আদালতের শুনানিতে নজর ছিল বহু মানুষের। এদিন সেখানে শুনানি হল গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের মামলার। জানা গিয়েছে, ফের জেল হেফাজতে পাঠানো হয়েছে সুকন্যাকে। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন অনুব্রত-কন্যা। ১২ মে পর্যন্ত জেল হেফাজত হয়েছে সুকন্যার।
সুকন্যা ও অনুব্রত মণ্ডল
সুকন্যা ও অনুব্রত মণ্ডল
advertisement

এদিন আদালতে সুকন্যার আইনজীবী আবেদন করেন সুকন্যাকে তাঁর বাবা অনুব্রত মণ্ডল ও এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে দেওয়ার জন্য। পাশাপাশি, জেলে থাকাকালীন ওষুধ ও ধার্মিক বইপত্র রাখতে চেয়েছেন সুকন্যা। যদিও সেগুলি বিচারক মঞ্জুর করেছেন কি না তা এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুন: ২০১৪ থেকে 'খেলা' শুরু, অনুব্রত কন্যার গোপন-প্রাপ্তি! তাজ্জব ইডি, আকাশ থেকে পড়ার জোগাড়

advertisement

এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন, অনুব্রত মণ্ডলের সঙ্গে কবে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে সুকন্যা মণ্ডলকে? ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই বারংবার জেরার মুখে পড়ে হাউহাউ করে কেঁদে ফেলেন সুকন্যা। অধিকাংশ প্রশ্নের উত্তরই তিনি এখনও এড়িয়ে যাচ্ছেন। তাঁর মুখে এখন একটাই কথা, বাবার সঙ্গে দেখা করতে চাই!

advertisement

আরও পড়ুন: মুহূর্তের মধ্যে বদলে যাবে আবহাওয়া, শিলাবৃষ্টি ও ঝড়ের সতর্কতা কলকাতায়! রাজ্যজুড়ে বৃষ্টির খবর

ইডি সূত্রে খবর, গরু পাচারের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও জিজ্ঞাসাবাদ করা দরকার অনুব্রত ও সুকন্যাকে। গরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে যে নথি এসেছে, তার ভিত্তিতে তৃণমূল নেতা ও তাঁর মেয়েকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। কোথা থেকে অনুব্রত ও সুকন্যার এত সম্পত্তি এল, সে বিষয়ে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।

advertisement

রাজীব চক্রবর্তী

বাংলা খবর/ খবর/দেশ/
Anubarat Mondal News | Sukanya Mondal: বাবার মতো এবার জেলেই জীবন সুকন্যার! আদালতে অনুব্রতকে নিয়ে যা বললেন, তাজ্জব সকলেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল