TRENDING:

Anubrata Mondal News: 'আরও গ্রেফতার হবে', ইডির দাবির পরই গুঞ্জন, 'এবার কে?' যা সামনে আসছে, কল্পনাতীত!

Last Updated:

Anubrata Mondal News: অনুব্রত মণ্ডল মঙ্গলবার আদালতে প্রার্থনা করেছেন, তাঁর মেয়ে সুকন্যা যেন দ্রুত জামিন পেয়ে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: গরু পাচার কাণ্ডে একের পর এক গ্রেফতার হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র বিস্ফোরক দাবি, এই ঘটনায় আরও একাধিক গ্রেফতার হতে চলেছে। তদন্তকে কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি? মঙ্গলবার ইডি-র আইনজীবী নীতেশ রাণা দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জানিয়েছেন, গরু পাচারের তদন্ত অনেকখানি এগিয়ে গিয়েছে। জোর কদমে তদন্ত চলছে। গ্রেফতারির পালা এখনও শেষ হয়নি। আরও গ্রেফতারি হবে।
ইডির ইঙ্গিত, আরও বহু গ্রেফতার হবে
ইডির ইঙ্গিত, আরও বহু গ্রেফতার হবে
advertisement

এখনও পর্যন্ত এনামুল হক, সতীশ কুমার, সেহগল হোসেন থেকে অনুব্রত ও সুকন্যা মণ্ডল, মণীশ কোঠারিদের গ্রেফতার করা হয়েছে। ইডি যখন অনুব্রত-সুকন্যাদের পরেও আরও গ্রেফতারির ইঙ্গিত দিচ্ছে, তখন অনুব্রত মণ্ডল মঙ্গলবার আদালতে প্রার্থনা করেছেন, তাঁর মেয়ে সুকন্যা যেন দ্রুত জামিন পেয়ে যান। আগামী ১২ মে রাউস অ্যাভিনিউ কোর্টে সুকন্যার জামিনের শুনানি হবে। অনুব্রত রাউস অ্যাভিনিউ কোর্ট চত্বরে সাংবাদিকদের সামনে বলেছেন, ‘ঈশ্বর যেন জামিনটা করিয়ে দেন।’

advertisement

আরও পড়ুন: গা-হাত-পা টিপতেন অনুব্রতর, সেই বিজয় রজকের খবর শুনলে চোখ কপালে উঠবে! সব জেনে গেল ইডি

গত শনিবার তিহাড় জেলে অনুব্রত মণ্ডলের সঙ্গে ১৫ মিনিটের জন্য দেখা হয়েছিল মেয়ে সুকন্যার। দীর্ঘদিন পর পরস্পরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা ও মেয়ে। মেয়েকে দেখেই অনুব্রত প্রশ্ন করেন, ‘কেন হাজিরা দিতে এলি রুবাই’। ইডি হেফাজত শেষে মেয়ে সুকন্যা দিল্লির তিহাড় জেলে বন্দি হতেই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অনুব্রত। আদালতে আবেদনও করেন তিনি। কিন্তু আদালতের তরফে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বলা হয়। পরে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন অনুব্রত।

advertisement

আরও পড়ুন: তিহাড়ে অবশেষে দেখা, বাবাকে সুকন্যার একটাই প্রশ্ন! রুবাইকে দেখে হাউ হাউ করে কাঁদলেন অনুব্রত

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ডিসেম্বরে ইডি গরু পাচারের তদন্তে চার্জশিট দায়েরের পরে আরও তিনটি অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। এনামুল, বিনয় ও বিকাশ মিশ্র, বিএসএফ অফিসার সতীশ কুমার, অনুব্রত ও সুকন্যা মণ্ডল-সহ মোট ১২ জন অভিযুক্ত এবং এনামুল-অনুব্রতদের ১৪টি সংস্থার নাম রয়েছে চার্জশিটে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal News: 'আরও গ্রেফতার হবে', ইডির দাবির পরই গুঞ্জন, 'এবার কে?' যা সামনে আসছে, কল্পনাতীত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল