ইডি সূত্রে খবর, সকলের বয়ান রেকর্ড করে ভিডিওগ্রাফি করা হবে। অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁর মায়ের নামে ভোলে বোম রাইস মিল রয়েছে। ২০১৪ সালের নভেম্বর মাসে ৬ দিনে সাড়ে ৬ কোটি টাকা কীভাবে বিনিয়োগ করা হয়েছিল? কোথা থেকে এল কোটি কোটি টাকা? ১০-১৮ নভেম্বরের মধ্যে এই সাড়ে ৬ কোটি কোথা থেকে এল? টাকার উৎস কী? ইডির দাবি, অনুব্রত বলছেন কিছু জানেন না। তাই মেয়ে সুকন্যার মুখোমুখি বসানো হবে অনুব্রতকে আগামী বুধবার।
advertisement
আরও পড়ুন: 'ওর কাছে টাকার পাহাড় আছে', অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দারুণ 'বুদ্ধি' দিলেন সেলিম!
ইডি সূত্রে খবর, নথি দেখিয়ে জেরা করা হবে। সুকন্যার নামে তিন কোটি টাকার ফিক্সড ডিপোজিট। একজন সাধারণ শিক্ষিকা হয়ে কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট বা মিলের জন্য কোথা থেকে টাকা এল? এর আগে ইডিতে মণীশ কোঠারি ও সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সুকন্যা বলেছিলেন, "যা জানেন সব জানেন মণীশ কোঠারি"। তাই মণীশ কোঠারির সঙ্গে মুখোমুখি বসবেন অনুব্রত। সমস্ত হিসাব-নিকেশ রাখতেন মণীশ। নথি দেখিয়ে অনুব্রতর মুখোমুখি জেরা করবে ইডি।
আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা
বয়ান ভিডিও রেকর্ড করবে ইডি। ইডি দিল্লি রাউস অভিনিউ কোর্টে আবেদন করেছিল, অনুব্রতকে এগারো দিনের হেফাজতের প্রয়োজন। কারণ বারো জনকে সমন পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন অনুব্রত মেয়ে, অনুব্রতর সিএ-সহ মোট বারো জন। অনুব্রতর সঙ্গে এদের মুখোমুখি জেরা করা হবে। অনুব্রত বেশিরভাগ প্রশ্নের উত্তরে বলছেন তিনি জানেন না। ফলে যাঁরা অনুব্রতর কথা বলেছেন। তাঁদের মুখোমুখি বসাতে চায় ইডি।আগামী মঙ্গলবার মণীশ ও বুধবার সুকন্যা মণ্ডল দিল্লির ইডির সদর দফতরে হাজিরা দেন কি না সেদিকেই এখন সকলের নজর।
ARPITA HAZRA