অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার নিজের জামিনের আবেদন জানিয়েছিলেন দোর্দণ্ডপ্রতাপ কংগ্রেস নেতা অনুব্রত। এবার নিজের মেয়ের জন্যও জামিনের অনুরোধ করলেন তিনি। তবে আর্জি খোদ ঈশ্বরের দরজায়।
আরও পড়ুন: ‘রসগোল্লা খাইয়ে তো ছাড়ব না…’, ‘কী করবেন?’ এ কী বললেন দিলীপ ঘোষ! তোলপাড় বাংলা
এদিন শুনানি শেষে তিনি সাংবাদিকের প্রশ্নে, ঈশ্বরের কাছে মেয়ের জামিনের আবেদন জানান অনুব্রত মণ্ডল। একই তিহাড় জেলে বর্তমানে কারাবন্দি বাবা ও মেয়ে। আধঘণ্টা কথাও হয় দু’জনের। সেই কথাও এদিন সাংবাদিকদের জানান অনুব্রত। তবে মেয়েকে নিয়ে আক্ষরিক অর্থেই উদ্বিগ্ন শোনায় অনুব্রতকে।
advertisement
আজ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল-সহ সকল অভিযুক্তদের দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। সেখানে তিনি জানান, তাঁর শরীর ভাল নেই। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১২ জুলাই। এদিকে শুনানি শেষে কোর্টরুম থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকের প্রশ্নে বলেন, “ঈশ্বর যেন মেয়েটাকে জামিন দিয়ে দেয়।” এদিকে সুকন্যার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “বাবা-মেয়ের যেমন কথা হয়, তেমনি হয়েছে।”
প্রসঙ্গত, বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন সুকন্যা মণ্ডল। আগামী ১২ মে তাঁকে ফের রাউস আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই জামিনের আবেদন করেছেন সুকন্যা। গরু পাচারের বিষয়ে তিনি কিছুই জানেন না, তাঁকে ফাঁসানো হয়েছে দাবি করে জামিনের আবেদন জানান তিনি। সিবিআই-র বিশেষ আদালতে বিচারক রঘুবীর সিংয়ের বেঞ্চেই সুকন্যার জামিনের আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। আগামী ১২ মে, সুকন্যার ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষের দিনেই তাঁর জামিনের আবেদনের মামলারও শুনানি হওয়ার কথা। ১২ মে শুনানির আগেই ঈশ্বরের কাছে প্রার্থনা উদ্বিগ্ন অনুব্রতর।