কেদারনাথে রওনা হওয়ার আগে দেখে গিয়েছিলেন মেয়ে অসুস্থ৷ কিন্তু মেয়ের কাছে আর ফেরা হল না পাইলট অনিলের৷ স্ত্রী শিরিন আনন্দিতা এবং মেয়ে ফিরোজা সিংকে নিয়ে মুম্বইয়ের অন্ধেরীর অভিজাত আবাসনে থাকতেন অনিল৷ আদতে পূর্ব দিল্লির বাসিন্দা অনিল সপরিবার গত ১৫ বছর ধরে এই আবাসনের বাসিন্দা৷
দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার ৪০৭ (ভিটি-আরপিএন)-এর পরিষেবা পাওয়া যেত আরিয়ান অ্যাভিয়েশন থেকে৷ কেদারনাথ মন্দির থেকে পুণ্যার্থীদের নিয়ে এই চপার উড়ে যাচ্ছিল গুপ্তকাশীর উদ্দেশে৷ সকাল ১১.৪৫ মিনিট নাগাদ রুদ্রপ্রয়াগ জেলায় গরুড় চটি এলাকায় দেব দর্শিনীতে হেলিকপ্টারটি ভেঙে পড়ে কম দৃশ্যমানতার কারণে৷
advertisement
প্রয়াত অনিলের স্ত্রী আনন্দিতা জানিয়েছেন তিনি এবং তাঁর মেয়ে নয়াদিল্লি যাবেন স্বামীর শেষকৃত্য সম্পন্ন করতে৷ সিনেমার গল্প লেখিকা আনন্দিতা সংবাদমাধ্যমকে জানান, ‘‘গতকাল (সোমবার) তিনি আমাকে শেষ বার ফোন করেন৷ আমার মেয়ের শরীর ভাল নেই৷ তিনি বলেন মেয়ের যত্ন নিতে৷’’
শোকার্ত আনন্দিতা আরও বলেছেন আপনজন বিয়োগেও কারওর প্রতি কোনও অভিযোগ নেই তাঁদের ৷ কারণ দুর্ঘটনা, দুর্ঘটনাই হয়৷ তাছাড়া পাহাড়ে আবহাওয়া সব সময়ই অনিশ্চিত ও প্রতিকূল, বলেছেন তিনি৷ অন্যদিকে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এবং অ্যাভিয়েশন রেগুলেটর ডিজিসিএ-এর বিশেষ দল এই হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে৷
আরও পড়ুন : শ্বাসরোধ করেই খুন, গুরগাঁওয়ে স্যুটকেসবন্দি নগ্নিকার দেহ উদ্ধারে ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ
ডিজিসিএ-এর তরফে আরিয়ান অ্যাভিয়েশনকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে৷ তাছাড়া খতিয়ে দেখা হচ্ছে সংস্থার কাজও৷ ডিজিসিএ-এর ওয়েবসাইট বলছে আরিয়ান অ্যাভিয়েশনের কাছে ৫ টি হেলিকপ্টার আছে৷ তবে ৬ আসনের হেলিকপ্টার এই একটিই ছিল৷