TRENDING:

‘‘মেয়ের খেয়াল রাখো, ওর শরীর ভাল নেই’’, স্ত্রীর সঙ্গে ফোনে এটাই ছিল দুর্ঘটনাগ্রস্ত চপারের নিহত চালকের শেষ কথা

Last Updated:

Kedarnath Chopper Crash: উত্তরাখণ্ডের পাহাড়ে দুর্ঘটনার মুখে পড়ে ছয় আসনের এই চপার৷ পুণ্যার্থীদের সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারান পাইলট অনিল সিং-ও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ‘মেয়ের খেয়াল রাখো৷ ওর শরীর ভাল নেই’-এটাই ছিল পাইলট অনিল সিংয়ের শেষ কথা৷ তার পরের দিন মঙ্গলবারই ৬ জন পুণ্যার্থীকে নিয়ে ভেঙে পড়ে চপার বেল ৪০৭ (ভিটি-আরপিএন)৷ কম দৃশ্যমানতার জন্য উত্তরাখণ্ডের পাহাড়ে দুর্ঘটনার মুখে পড়ে ছয় আসনের এই চপার৷ পুণ্যার্থীদের সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারান পাইলট অনিল সিং-ও৷ তার আগের দিন স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন ৫৭ বছর বয়সি অনিল৷ তখনই জানতে চেয়েছিলেন মেয়ের শরীরের কথা৷
কম দৃশ্যমানতার জন্য উত্তরাখণ্ডের পাহাড়ে দুর্ঘটনার মুখে পড়ে ছয় আসনের এই চপার
কম দৃশ্যমানতার জন্য উত্তরাখণ্ডের পাহাড়ে দুর্ঘটনার মুখে পড়ে ছয় আসনের এই চপার
advertisement

কেদারনাথে রওনা হওয়ার আগে দেখে গিয়েছিলেন মেয়ে অসুস্থ৷ কিন্তু মেয়ের কাছে আর ফেরা হল না পাইলট অনিলের৷ স্ত্রী শিরিন আনন্দিতা এবং মেয়ে ফিরোজা সিংকে নিয়ে মুম্বইয়ের অন্ধেরীর অভিজাত আবাসনে থাকতেন অনিল৷ আদতে পূর্ব দিল্লির বাসিন্দা অনিল সপরিবার গত ১৫ বছর ধরে এই আবাসনের বাসিন্দা৷

দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার ৪০৭ (ভিটি-আরপিএন)-এর পরিষেবা পাওয়া যেত আরিয়ান অ্যাভিয়েশন থেকে৷ কেদারনাথ মন্দির থেকে পুণ্যার্থীদের নিয়ে এই চপার উড়ে যাচ্ছিল গুপ্তকাশীর উদ্দেশে৷ সকাল ১১.৪৫ মিনিট নাগাদ রুদ্রপ্রয়াগ জেলায় গরুড় চটি এলাকায় দেব দর্শিনীতে হেলিকপ্টারটি ভেঙে পড়ে কম দৃশ্যমানতার কারণে৷

advertisement

আরও পড়ুন :  সঙ্গী ২ সশস্ত্র যুবক, গয়না, টাকা মিলিয়ে ১৫ লক্ষ টাকার জিনিস লুঠ করে শ্বশুরবাড়ি থেকে চম্পট নব বিবাহিতা তরুণীর

প্রয়াত অনিলের স্ত্রী আনন্দিতা জানিয়েছেন তিনি এবং তাঁর মেয়ে নয়াদিল্লি যাবেন স্বামীর শেষকৃত্য সম্পন্ন করতে৷ সিনেমার গল্প লেখিকা আনন্দিতা সংবাদমাধ্যমকে জানান, ‘‘গতকাল (সোমবার) তিনি আমাকে শেষ বার ফোন করেন৷ আমার মেয়ের শরীর ভাল নেই৷ তিনি বলেন মেয়ের যত্ন নিতে৷’’

advertisement

শোকার্ত আনন্দিতা আরও বলেছেন আপনজন বিয়োগেও কারওর প্রতি কোনও অভিযোগ নেই তাঁদের ৷ কারণ দুর্ঘটনা, দুর্ঘটনাই হয়৷ তাছাড়া পাহাড়ে আবহাওয়া সব সময়ই অনিশ্চিত ও প্রতিকূল, বলেছেন তিনি৷ অন্যদিকে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এবং অ্যাভিয়েশন রেগুলেটর ডিজিসিএ-এর বিশেষ দল এই হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন :  শ্বাসরোধ করেই খুন, গুরগাঁওয়ে স্যুটকেসবন্দি নগ্নিকার দেহ উদ্ধারে ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু অমিতাভ বচ্চন! চেনেন এই দিনু বচ্চনকে? বছরের পর বছর ধরে যা করছেন ইনি, জানলে অবাক হবেন
আরও দেখুন

ডিজিসিএ-এর তরফে আরিয়ান অ্যাভিয়েশনকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে৷ তাছাড়া খতিয়ে দেখা হচ্ছে সংস্থার কাজও৷ ডিজিসিএ-এর ওয়েবসাইট বলছে আরিয়ান অ্যাভিয়েশনের কাছে ৫ টি হেলিকপ্টার আছে৷ তবে ৬ আসনের হেলিকপ্টার এই একটিই ছিল৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘‘মেয়ের খেয়াল রাখো, ওর শরীর ভাল নেই’’, স্ত্রীর সঙ্গে ফোনে এটাই ছিল দুর্ঘটনাগ্রস্ত চপারের নিহত চালকের শেষ কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল