হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতাল সূত্রে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'তথ্যপ্রযুক্তি মন্ত্রী মেকাপতি গৌতম রেড্ডি সোমবার সকালে ৭টা ৪৫ নাগাদ আমাদের এখানে এসেছিলেন। পৌঁছনোর পর তিনি কোনও সাড়া দিচ্ছিলেন না। তিনি নিঃশ্বাস নিচ্ছিলেন না। কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। তিনি আমাদের জরুরি বিভাগে তাৎক্ষণিক সিপিআর এবং কার্ডিয়াক লাইফ সাপোর্ট পেয়েছেন। কার্ডিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক-সহ ইমারজেন্সি মেডিক্যাল টিম এবং বিশেষজ্ঞরাও উপস্থিত হন। সিপিআর ৯০ মিনিটেরও বেশি সময় ধরে করা হয়েছিল। আমাদের প্রচুর চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।'
advertisement
আরও পড়ুন: 'আই লভ ইউ', জীবনের এই বিশেষ দিনে পত্রলেখাকে মনে করালেন রাজকুমার!
হাসপাতালের দাবি, 'আজ সকাল ৯ টা ১৬ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারকে যথাসম্ভব সমর্থন করছি।' এর পরই ট্যুইটারে তেলঙ্গানা মন্ত্রী কেটি রামারাও লেখেন, 'প্রিয় বন্ধু মেকাপতি গৌতম রেড্ডির মৃত্যুর খবর জানতে পেরে গভীরভাবে দুঃখিত এবং মর্মাহত। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। খুব তাড়াতাড়ি চলে গেল ভাই। প্রার্থনা করি তুমি শান্তিতে থাকো।'
আরও পড়ুন: রোজ কি একই ধরনের ডাল খাচ্ছেন? এই নিয়মে ডাল খেলে তবেই মিলবে পুষ্টি, নয়তো...
জানা গিয়েছে যে, অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী মেকাপতি গৌতম রেড্ডি রাজ্যের জন্য বিনিয়োগ আনতে দুবাই গিয়েছিলেন। এবং সদ্য রবিবারই তিনি হায়দ্রাবাদ ফিরেছিলেন। আচামকাই শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে জুবলি হিলসের অ্যাপোলো হাসাপাতালে নিয়ে আসা হয়। তবে শেষ রক্ষা হয়নি। এদিন সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী গৌতম রেড্ডি। ২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির নের্তৃত্বে অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভায় মন্ত্রী হন (Gautham Reddy Died)।