অনন্ত আম্বানি জানান, “আমার পূজনীয় প্রিয় দাদাজি শ্রী ধীরুভাই আম্বানি একটি স্বপ্ন দেখেছিলেন! তিনি এমন একটি রিফাইনারি তৈরি করতে চেয়েছিলেন যা সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ হোক! ২৫ বছর আগে দাদাজির জীবনকালেই আমার বাবা শ্রী মুকেশ ভাই আম্বানি সেই স্বপ্ন সত্যি করে দেখান! আজ আমি তাঁদের কাছে কৃতজ্ঞ! আমি এই দুই মহাপুরুষের কাছে কৃতজ্ঞ!” তিনি আরও বলেন, “আজকের এই বিশেষ দিনে আমি সংকল্প করছি, আমার বাবাকে কথা দিচ্ছি যে জামনগরের সঙ্গে জুড়ে থাকা সব স্বপ্নকে সত্যি করে দেখাব।”
advertisement
আরও পড়ুন: জামনগর রিফাইনারির ২৫ বছর পূর্তি! মন ছুঁয়ে যাওয়া বার্তা জানালেন ইশা! জানুন
তবে এখানেই শেষ নয়! অনন্ত আম্বানি জানান, ” যেভাবে আমার মা আমাকে পশু-পাখিকে ভালবাসতে শিখিয়েছে, তা আমি সারাজীবন পালন করব। “ভানতারা” থেকে অনুপ্রাণীত হয়ে আপনারাও জীবজন্তুদের ভালবাসুন, এটাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ!” অনন্ত আরও বলেন, “ভানতারা” এ কথা প্রমাণ করে দিয়েছে যে রিলায়েন্স যতটা মানুষের যত্ন নেয়, ঠিক ততটাই জীবজন্তুদের প্রতিও যত্নশীল! ‘ভানতারা’ রিলায়েন্সের ভি কেয়ার ফিলোজফির জীবন্ত প্রমাণ! আমি বিশ্বাস করি আজ থেকে আরও ২৫ বছর পর স্বাধীন ভারতে জামনগরের গরিমা ও গর্বকে আমরা সবাই মিলে আকাশের উচ্চতায় নিয়ে যাব!” তাঁর এই বার্তা সকলের মন ছুঁয়ে যায়!
