রাধিকা ও অনন্ত ছোটবেলার বন্ধু। তাঁদের এর আগেও পারিবারিক বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন থেকেই অনেকে আন্দাজ করেছিলেন, দুজনের বন্ধুত্ব শেষমেশ সম্পর্কে পরিণত হবে। হলও তাই। অনন্ত ও রাধিকার প্রেমকাহিনীর কিছু অজানা তথ্য জেনে নিন-
অনন্ত ও রাধিকার বিয়ে হবে বসন্তে। শীতের পরই চার হাত এক হবে। এদিন তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হল।
advertisement
আরও পড়ুন- আম্বানি পরিবারে বিয়ের সানাই! জেনে নিন আম্বানি পরিবারের বংশতালিকা, কে এই হবু বধূ?
রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়েছেন অনন্ত।
এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের বড় মেয়ে রাধিকা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পলিটিক্স ও ইকোনমিক্স নিয়ে স্নাতকের পড়াশোনা শেষ করেছিলেন তিনি।
অনন্ত ও রাধিকা ছোটবেলার বন্ধু। কিন্তু তাঁরা পরস্পরের কাছাকাছি আসতে শুরু করেছেন বছর দুয়েক আগে থেকে। ২ বছর একে অপরের সঙ্গে সময় কাটানোর পর পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বাগদান হল।
হবু শ্বাশুড়ি নীতা আম্বানির সঙ্গে দারুণ সম্পর্ক রাধিকার। বারবার আম্বানি পরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছে রাধিকাকে।
রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে ঐতিহ্যবাহী রাজ-ভোগ-শৃঙ্গার অনুষ্ঠানে অংশ নেন রাধিকা ও অনন্তের বাড়ির লোকজন।
বই পড়া, ট্রেকিং ও সাঁতার কাটতে ভালবাসেন রাধিকা।