আজ, বৃহস্পতিবার ১৯ জানুয়ারি মুম্বইয়ে বসতে চলেছে রাধিকা-অনন্তের ‘গোল ধানা’ বা গুজরাতি মতে বাগদান বা এনগেজমেন্টের আসর। ওই বিশেষ অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরার জন্য অতিথিদের কাছে অনুরোধ করা হয়েছে আম্বানি পরিবারের পক্ষ থেকে।
আরও পড়ুন- নতুন জীবন শুরুর আনন্দ! মেহন্দির অনুষ্ঠানে নেচে উঠলেন আম্বানিদের হবু পুত্রবধূ
রাধিকা-অনন্তের এই ‘গোল ধানা’ অনুষ্ঠান মহা ধুমধাম করেই পালিত হবে। কিন্তু এর অর্থ কী? ‘গোল ধানা’ কথার অর্থ হচ্ছে ধনে বীজ বা গোটা ধনে এবং গুড়। যা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে দেওয়া হবে। এটা আসলে গুজরাতি বিবাহের রীতি। এটি আসলে বাগদানের পরিচায়ক। গুজরাতি নিয়মামুসারে, এই অনুষ্ঠানে হবু বরের বাড়িতে পরিবারের সঙ্গে মিষ্টি এবং উপহারের ডালি নিয়ে হাজির হবেন কনে। এর পর আংটি বদল করে দুই পরিবারের পাঁচ সধবা মহিলার থেকে আশীর্বাদ গ্রহণ করবেন বর-কনে।
advertisement
আরও পড়ুন- উপ নির্বাচনের দিনেই মাধ্যমিকের ‘ইতিহাস’ পরীক্ষা, মাধ্যমিকের সূচি বদলের সম্ভাবনা
দিন দু’য়েক আগেই হবু কনে রাধিকা মার্চেন্টের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। গোলাপি লেহেঙ্গার উপর রংবেরঙের কাজ আর ম্যাচিং গয়নায় রাধিকার দিক থেকে চোখ ফেরানোই দায়। চোখ এড়ায়নি হবু কনের মিষ্টি হাসি এবং আনন্দের আভা। আসলে বাগদান উপলক্ষে মঙ্গলবার ছিল রাধিকার মেহেন্দি অনুষ্ঠান। ওই দিন তিনি পরেছিলেন ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইন করা ওই সুন্দর লেহেঙ্গাটি। অনুষ্ঠানের নানা আনন্দঘন মুহূর্ত ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভাইরাল একটি রিলে হবু কনেকে গানের ছন্দে পা মেলাতেও দেখা গিয়েছে। ‘কলঙ্ক’ ছবির ‘ঘর মোরে পরদেশিয়া’ গানে তাঁর দুর্দান্ত নাচ নজর কেড়েছে ভক্তদের।
বলে রাখা ভাল যে, আম্বানি পরিবারের ছোট বউ রাধিকা কিন্তু প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী। গত বছরের জুন মাসে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে হবু বউমার ‘আরাঙ্গেত্রম’ অনুষ্ঠান মহা জাঁকজমক করে পালন করেছিলেন আম্বানি দম্পতি। সেই অনুষ্ঠানের কিছু মুহূর্তও ভাইরাল হয়েছিল। মন জিতেছিলেন রাধিকা।
এর পর গত ডিসেম্বরে রাজস্থানে অনন্ত-রাধিকার ‘রোকা’-র খবর সামনে আসে। মুম্বইয়ে ফেরার পর তাঁদের মহা ধুমধামে স্বাগত জানানো হয়। আলোর মালায় সেজে উঠেছিল আম্বানি পরিবারের বাড়ি অ্যান্টিলিয়া। ওই বড় পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান এবং সলমন খানের মতো বলিউডের তারকারা।
বাগদান উপলক্ষে পরিবারের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, অনন্ত এবং রাধিকা কয়েক বছর ধরে একে অপরের সঙ্গে পরিচিত হয়েছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের একসঙ্গে পথ চলা শুরু হবে। সেই সঙ্গে দুই পরিবার ওই বিবৃতির মাধ্যমে হবু বর-কনের জন্য আশীর্বাদও চেয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁদের বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে আনা হয়নি।
প্রসঙ্গত, অনন্ত পড়াশোনা করেছেন আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে আর রাধিকা নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন এনার্জি ব্যবসা চালাচ্ছেন মুকেশ আম্বানি। এই ব্যবসার দায়িত্বই পেতে চলেছেন তাঁর ছোট ছেলে অনন্ত। সেই কারণে তাঁর প্রশিক্ষণও চলছে। শুধু তা-ই নয়, জিও প্ল্যাটফর্মস এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের বোর্ডেও রয়েছেন তিনি।
মুকেশ এবং নীতার তিন সন্তান — যমজ সন্তান আকাশ ও ইশা এবং ছোট পুত্র অনন্ত। ২০১৮ সালের ডিসেম্বর মাসে পিরামল গ্রুপের উত্তরাধিকারী আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ইশা আম্বানি। তাঁদের জীবনে এসেছে যমজ সন্তান আদ্যাশক্তি এবং কৃষ্ণ। আর অন্য দিকে, মুকেশ-নীতার বড় ছেলে আকাশ আম্বানি ২০১৯ সালের মার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হিরে ব্যবসায়ী রাসেল মেহতার কন্যা শ্লোকা মেহতার সঙ্গে। তাঁদের দু’বছর বয়সী একটি পুত্র রয়েছে, যার নাম পৃথ্বী।