Radhika Merchant Mehndi Ceremony: নতুন জীবন শুরুর আনন্দ! মেহন্দির অনুষ্ঠানে নেচে উঠলেন আম্বানিদের হবু পুত্রবধূ
- Published by:Sanchari Kar
Last Updated:
Radhika Merchant Mehndi Ceremony: রাধিকার নাচের ভিডিও ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। হবু কনের উচ্ছ্বাস চাক্ষুষ করে মুগ্ধ নেটিজেনরা।
মুম্বই: কয়েক দিন আগেই বাগদান সারলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। রাজস্থানের শ্রীনাথজির মন্দিরে এক হয়েছে দুই পরিবার। এ বার শুরু বিয়ের প্রস্তুতি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত এবং ব্যবসায়ী বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের কন্যা রাধিকার বিশেষ দিন। জাঁকজমকের কোনও খামতি নেই। প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলিও পালন করা হচ্ছে দেখার মতো করে। মঙ্গলবার ছিল তাঁদের মেহেন্দির অনুষ্ঠান।
বিশেষ দিনে ভারী কাজের লেহঙ্গায় সেজে উঠলেন হবু কনে। এই পোশাকটি রাধিকার জন্য বিশেষ যত্ন নিয়ে প্রস্তুত করেছেন জনপ্রিয় ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা। অপেক্ষা প্রায় ফুরিয়ে এল। এ বার মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরুর পালা। মেহেন্দির অনুষ্ঠানে নাচের মাধ্যমে নিজের আনন্দ প্রকাশ করলেন রাধিকা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত 'কলঙ্ক' ছবির গান 'ঘর মোরে পরদেশিয়া'য় নাচতে দেখা গেল তাঁকে। রাধিকার নাচের ভিডিও ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। হবু কনের উচ্ছ্বাস চাক্ষুষ করে মুগ্ধ নেটিজেনরা।
advertisement
advertisement
advertisement
রাধিকা একজন নৃত্যশিল্পী। বহু বছর ধরে ভরতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। গত জুন মাসে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি তাঁদের হবু পুত্রবধূর নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। 'জিও ওয়ার্ল্ড সেন্টার'-এ। সেখানে নৃত্যশিল্পী রাধিকা মার্চেন্ট ভারতনাট্যম নৃত্য প্রতিভা মঞ্চে মেলে ধরেছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 4:16 PM IST