অনন্ত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র, এই বছরেই এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টকে বিয়ে করবেন৷
আরও পড়ুন: প্রাক-বিবাহের ‘আফটার পার্টি’তে রঙিন মেজাজে রাধিকা! পোশাক জুড়ে রঙের খেলা
গুজরাতের জামনগরে বসেছে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের জমকালো আসর। তিন দিনের ধরে চলবে প্রি-ওয়েডিং। এই অনুষ্ঠানে যেমন রয়েছে নানা চমক, তেমন অতিথি তালিকাও ঠাসা তারকায়। পাশাপাশি বিশ্ব ও দেশের নামজাদা সব শিল্পপতিরাও উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে। বাদ পড়েনি বিশ্ব নেতা, রাজপরিবারের সদস্যরাও। এমনকী ক্রীড়া জগতের বহু তারকাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রায় ১২০০ জন রয়েছে অতিথি তালিকায়। পপ সুপারস্টার রিহানা, বিল গেটস, মার্ক জুকারবার্গ, সুন্দর পিচাই এবং ইভাঙ্কা ট্রাম্পও রয়েছেন সেই লিস্টে।
advertisement
আরও পড়ুন: রণবীরের সঙ্গে গরবা হবু মা দীপিকার! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবের বিশেষ ঝলক
অতিথিদের তালিকায় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন জসিম আল থানি, স্টিফেন হারপার ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক এবং রানী জেটসুন পেমাও রয়েছেন।
গুজরাতের জামনগরে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠান চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে। বলিউড থেকে শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার, আমির খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর, থেকে শুরু করে সুহানা খান, জাহ্নবী কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত, সাইনা নেহওয়াল, জেনেলিয়া এবং রিতেশ দেশমুখ, শাহিদ কাপুর, মনীশ মালহোত্রা, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর-সহ আরও অনেকে।