TRENDING:

Anant Ambani Exclusive Interview: জামনগরে বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি তৈরি করেছেন বাবা: অনন্ত আম্বানি

Last Updated:

Anant Ambani Exclusive Interview: হেভিওয়েট বিয়ের আগেই গুজরাতের জামনগরে বসছে রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিং উৎসবের আসর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর, গুজরাত: আম্বানি পরিবারে এখন সাজ সাজ রব! কারণ বাড়ির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের সানাই বেজে গিয়েছে। ১ মার্চ থেকে টানা তিন দিন চলবে অনন্ত ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠান। প্রাক-বিবাহের আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি নেটওয়ার্ক18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, ‘জামনগরে আমার বাবা বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি তৈরি করেছেন।’
অনন্ত আম্বানি
অনন্ত আম্বানি
advertisement

হেভিওয়েট বিয়ের আগেই গুজরাতের জামনগরেই বসছে রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিং উৎসবের আসর। যা চলবে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত। আর সেই কারণেই সেজে উঠেছে জামনগর। কারণ সেখানে উপস্থিত হবেন দেশ-বিদেশের নামি-দামি ব্যবসায়ী। শুধু তা-ই নয়, প্রযুক্তি ক্ষেত্রের কিংবদন্তিরাও যোগ দেবেন অনুষ্ঠানে। ফলে বোঝাই যাচ্ছে যে, এই অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো বসতে চলেছে চাঁদের হাট।

advertisement

আরও পড়ুন: রাধিকা-অনন্তের প্রি ওয়েডিংয়ে সেজে উঠেছে জামনগর, অতিথি তালিকায় জুকারবার্গ-গেটস-রাষ্ট্রপ্রধানরা

সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, অনন্ত-রাধিকার বিবাহ-পূর্ববর্তী উৎসবে উপস্থিত থাকতে পারেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মর্গ্যান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনি সিইও বব আইগার, ব্ল্যাকরক সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের এবং ইএল রথসচাইল্ড চেয়ারপার্সন লিন ফরেস্টার ডি রথসচাইল্ড।

advertisement

আরও পড়ুন: জোরকদমে অনন্ত-রাধিকার বিয়ের প্রস্তুতি, প্রি ওয়েডিংয়ে শাহরুখের বিশেষ নাচ! ভিডিও ভাইরাল

জানা গিয়েছে, জামনগরে ১ থেকে ৩ মার্চ ২০২৪ অনন্ত ও রাধিকার বিয়ে উপলক্ষে প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান চলবে রিলায়েন্স গ্রিন্স-এ। জামনগরে ১৯৯৭ সালে বিশ্বের সবচেয়ে বড় গ্রাসরুট রিফাইনিং কমপ্লেক্স তৈরি করেছিল রিলায়েন্স। সেখানে বছরের পর বছর প্রায় ১০ মিলিয়ন গাছ লাগানো হয়েছে। সেই সবুজে ঘেরা সমারোহেই হবে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিং।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani Exclusive Interview: জামনগরে বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি তৈরি করেছেন বাবা: অনন্ত আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল