হেভিওয়েট বিয়ের আগেই গুজরাতের জামনগরেই বসছে রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিং উৎসবের আসর। যা চলবে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত। আর সেই কারণেই সেজে উঠেছে জামনগর। কারণ সেখানে উপস্থিত হবেন দেশ-বিদেশের নামি-দামি ব্যবসায়ী। শুধু তা-ই নয়, প্রযুক্তি ক্ষেত্রের কিংবদন্তিরাও যোগ দেবেন অনুষ্ঠানে। ফলে বোঝাই যাচ্ছে যে, এই অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো বসতে চলেছে চাঁদের হাট।
advertisement
আরও পড়ুন: রাধিকা-অনন্তের প্রি ওয়েডিংয়ে সেজে উঠেছে জামনগর, অতিথি তালিকায় জুকারবার্গ-গেটস-রাষ্ট্রপ্রধানরা
সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, অনন্ত-রাধিকার বিবাহ-পূর্ববর্তী উৎসবে উপস্থিত থাকতে পারেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মর্গ্যান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনি সিইও বব আইগার, ব্ল্যাকরক সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের এবং ইএল রথসচাইল্ড চেয়ারপার্সন লিন ফরেস্টার ডি রথসচাইল্ড।
আরও পড়ুন: জোরকদমে অনন্ত-রাধিকার বিয়ের প্রস্তুতি, প্রি ওয়েডিংয়ে শাহরুখের বিশেষ নাচ! ভিডিও ভাইরাল
জানা গিয়েছে, জামনগরে ১ থেকে ৩ মার্চ ২০২৪ অনন্ত ও রাধিকার বিয়ে উপলক্ষে প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান চলবে রিলায়েন্স গ্রিন্স-এ। জামনগরে ১৯৯৭ সালে বিশ্বের সবচেয়ে বড় গ্রাসরুট রিফাইনিং কমপ্লেক্স তৈরি করেছিল রিলায়েন্স। সেখানে বছরের পর বছর প্রায় ১০ মিলিয়ন গাছ লাগানো হয়েছে। সেই সবুজে ঘেরা সমারোহেই হবে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিং।