ট্যুইটারে শেয়ার করা ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে রাস্তায় একটি মহীন্দ্রা জাইলো মডেলের এসইউভি গাড়ির পিছনের দিকের অংশ ক্রমাগত কামড়ে ধরার চেষ্টা করছে একটি বাঘ৷ এক সময়ে ভালভাবে গাড়ির পিছনের বাম্পারে কামড় বসাতে সক্ষম হয় বাঘটি৷ এর পরই পর্যটক ভর্তি গাড়িটিকে টেনে কিছুটা পিছিয়ে নিয়ে যায় সে৷
আরও পড়ুন: সুন্দরবনে ফের বাঘের দেখা, দেখুন ভাইরাল ভিডিও
advertisement
পাশের একটি গাড়ি থেকে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন কয়েকজন৷ চোখের সামনে বাঘের এমন অকল্পনীয় শক্তি দেখে রীতিমতো অবাক হয়ে যান তাঁরাও৷ অস্ফুটেই কয়েকজন বলে ওঠেন, 'আরে গাড়িটিকে পিছিয়ে নিয়ে যাচ্ছে তো!'
আরও পড়ুন: মিলল পায়ের ছাপ, কুলতলির পর এবার গোসাবায় ঢুকল বাঘ?
আনন্দ মহীন্দ্রার ট্যুইট করা ওই ভিডিও-তেই ইয়াস শাহ নামে এক ব্যক্তি কমেন্ট করে জানান, ওই মহীন্দ্রা এসইউভি গাড়ির মধ্যে তিনি নিজেও ছিলেন৷ ঘটনাটি গত বছর নভেম্বর মাসে বানারঘাটা জাতীয় উদ্যানের বলেও জানিয়েছেন ওই ব্যক্তি৷
ট্যুইটারে ভিডিও শেয়ার করে আনন্দ মহীন্দ্রা লিখেছেন, 'দেখে মনে হচ্ছে এটা থেপ্পাকাড়ুর কাছে উটি- মাইসোর রাস্তার উপরের ঘটনা৷ এটি একটি জাইলো গাড়ি, তাই গাড়িটিকে বাঘ কামড়াচ্ছে দেখে আমি অবাক নই৷ মহীন্দ্রার গাড়ি যে খুবই সুস্বাদু তা নিয়ে বাঘটি আমার সঙ্গে সহমত বলেই মনে হচ্ছে৷'