TRENDING:

App Driver Slapped Woman: প্রকাশ্যে মহিলাকে চড় অ্যাপ চালকের, ভাইরাল ভিডিও! গ্রেফতারের দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

Last Updated:

মহিলাটি প্রথমে তাঁর গন্তব্য স্থলে পৌছানোর জন্য ওলা ক্যাব বুক করেছিলেন৷ কিন্তু কোনও কারণে অটো ক্যানসেল করে দেন৷ এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন চালক৷ শুরু হয় বাকবিতন্ডা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: অ্যাপ ক্যাবের চালকের দুর্ব্যবহারের কথা প্রায়ই খবরে উঠে আসে৷ এমনই একটা ঘটনা ঘটে বেঙ্গালুরুতে৷ একটা অ্যাপ ক্যাবের মাধ্যমে অটো বুক করেন মহিলা৷ কিন্তু তারপর ক্যানসেল করে দেয়, এতেই ক্ষুব্ধ হয়ে যায় মহিলাকে সটান চড় মারে অ্যাপ চালক৷
মহিলাকে সটান চড় মারে অ্যাপ চালক
মহিলাকে সটান চড় মারে অ্যাপ চালক
advertisement

আসলে মহিলাটি প্রথমে তাঁর গন্তব্য স্থলে পৌছানোর জন্য ওলা ক্যাব বুক করেছিলেন৷ কিন্তু কোনও কারণে অটো ক্যানসেল করে দেন৷ এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন চালক৷ শুরু হয় বাকবিতন্ডা৷

আরও পড়ুন: আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি কেন্দ্রের, বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক ত্রিপুরার মুখ্যমন্ত্রীর 

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে অন্য চালকের সামনেই মহিলাটিকে চড় মারেন তিনি৷ প্রকাশ্য দিবালোকেই এই ঘটনা ঘটে৷

advertisement

পুরো ঝামেলার ভিডিও ক্যামেরাতে রেকর্ড করেছিলেন তিনি৷ সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও প্রকাশ করে অটো চালককে গ্রেফতার ও তাঁর লাইসেন্স বাতিলের দাবিও জানান মহিলা৷

আরও পড়ুন: কয়েক মিনিটেই ঝকঝকে হয়ে কমোড, ঘেন্না লাগবেনা একফোঁটাও, ঘরেতে এগুলো রাখলেই কেল্লা ফতে

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

ভিডিওতে দেখা যায়, দুজনের ঝামেলা হাতের বাইরে চলে যাওয়ার পর মহিলাটি চালকটিকে পুলিশ থানায় নিয়ে যাওয়ার কথা বলে৷ তারপরই মেজাজ হারিয়ে চড় মারে মহিলাকে৷ সোশ্যালমিডিয়াতে প্রায় ৬৬,৫০০ শেয়ার হয় এই ভিডিও৷ ঘটনাতে নেটিজেনরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছে৷ বেঙ্গালুরু পুলিশকে যথাপযুক্ত পদক্ষেপ গ্রহণেরও আর্জি জানান একাংশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
App Driver Slapped Woman: প্রকাশ্যে মহিলাকে চড় অ্যাপ চালকের, ভাইরাল ভিডিও! গ্রেফতারের দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল