আসলে মহিলাটি প্রথমে তাঁর গন্তব্য স্থলে পৌছানোর জন্য ওলা ক্যাব বুক করেছিলেন৷ কিন্তু কোনও কারণে অটো ক্যানসেল করে দেন৷ এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন চালক৷ শুরু হয় বাকবিতন্ডা৷
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে অন্য চালকের সামনেই মহিলাটিকে চড় মারেন তিনি৷ প্রকাশ্য দিবালোকেই এই ঘটনা ঘটে৷
advertisement
পুরো ঝামেলার ভিডিও ক্যামেরাতে রেকর্ড করেছিলেন তিনি৷ সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও প্রকাশ করে অটো চালককে গ্রেফতার ও তাঁর লাইসেন্স বাতিলের দাবিও জানান মহিলা৷
আরও পড়ুন: কয়েক মিনিটেই ঝকঝকে হয়ে কমোড, ঘেন্না লাগবেনা একফোঁটাও, ঘরেতে এগুলো রাখলেই কেল্লা ফতে
ভিডিওতে দেখা যায়, দুজনের ঝামেলা হাতের বাইরে চলে যাওয়ার পর মহিলাটি চালকটিকে পুলিশ থানায় নিয়ে যাওয়ার কথা বলে৷ তারপরই মেজাজ হারিয়ে চড় মারে মহিলাকে৷ সোশ্যালমিডিয়াতে প্রায় ৬৬,৫০০ শেয়ার হয় এই ভিডিও৷ ঘটনাতে নেটিজেনরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছে৷ বেঙ্গালুরু পুলিশকে যথাপযুক্ত পদক্ষেপ গ্রহণেরও আর্জি জানান একাংশ৷