Tripura News: আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি কেন্দ্রের, বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক ত্রিপুরার মুখ্যমন্ত্রীর 

Last Updated:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যে বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ দিল্লি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

অমিত শাহের সঙ্গে বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী 
অমিত শাহের সঙ্গে বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী 
আবীর ঘোষাল, আগরতলা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যে বন্যার ক্ষয়ক্ষতি তুলে ধরলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ দিল্লি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং ত্রাণ কার্যের বিষয়ে এদিন একটি প্রতিবেদন পেশ করেন মুখ্যমন্ত্রী। এই কঠিন সময়ে ত্রিপুরাবাসীর প্রতি সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
প্রসঙ্গত কিছুদিন আগের বন্যায় প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছে ত্রিপুরা। কিছু ক্ষেত্রে এখনও চলছে ত্রাণকার্য। এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৩ জন।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে সর্বতভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সর্বতোভাবে সহায়তা করেছেন। আমি নিজেও রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে মনিটরিং করেছি। প্রশাসনের সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করি। পরিস্থিতি মোকাবিলা নিয়ে রূপরেখা তৈরি করা হয়। পরে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয় সম্পর্কে অবহিত করি। পরিস্থিতি মোকাবিলায় চারটি হেলিকপ্টার, এনডিআরএফের অতিরিক্ত বাহিনী, রবার বোট-সহ আনুষাঙ্গিক যাবতীয় সাজসরঞ্জাম পাঠিয়েছেন তিনি। এসডিআরএফ থেকে শুরু করে ভলান্টিয়ার, আপদামিত্র-সহ সংশ্লিষ্ট সকলে মিলে বন্যা পরিস্থিতি থেকে উত্তরণে কাজ হয়েছে। এর পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষও দুর্যোগ মোকাবিলায় এগিয়ে এসেছেন। যেটা আগে আমরা প্রত্যক্ষ করিনি। মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মানুষ সাধ্যমতো আর্থিক অনুদান প্রদান করছেন।’’
advertisement
ডাঃ সাহা এদিন আরও বলেন, যখনই কোনও সমস্যা আসে সবাই একসঙ্গে মিলে মোকাবিলা করার মতো উদাহরণ তৈরি করেছে ত্রিপুরা। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে ত্রিপুরার পুনঃগঠনে কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে কেন্দ্রীয় দল রিপোর্ট দেওয়ার পর আরও অর্থ মঞ্জুর করা হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura News: আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি কেন্দ্রের, বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক ত্রিপুরার মুখ্যমন্ত্রীর 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement