Bathroom cleaning tips: কয়েক মিনিটেই ঝকঝকে হয়ে কমোড, ঘেন্না লাগবেনা একফোঁটাও, ঘরেতে এগুলো রাখলেই কেল্লা ফতে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
অনেক সময় টয়লেটের গায়ে জেদি দাগ থেকে যায়, যা দূর করা বেশ কঠিন৷ তবে কিছু ঘরোয়া জিনিস রয়েছে, যা দিয়ে কয়েক মিনিটেই কমোডকে ঝকঝকে করে দেওয়া সহজ৷
বাথরুমে টয়লেট সিট থেকেই যাবতীয় রোগের সূত্রপাত ঘটে৷ তাই চেষ্টা করুন প্রতিদিন টয়লেট পরিষ্কার করতে৷ এতে সিট পরিষ্কারও থাকবে, রোগ কম ছড়াবে ৷ তেমনই রোজ পরিষ্কার করলে ঘেন্নাও কম লাগবে৷ কিন্তু অনেক সময় টয়লেটের গায়ে জেদি দাগ থেকে যায়, যা দূর করা বেশ কঠিন৷ তবে কিছু ঘরোয়া জিনিস রয়েছে, যা দিয়ে কয়েক মিনিটেই কমোডকে ঝকঝকে করে দেওয়া সহজ৷
advertisement
কোল্ড ড্রিঙ্কস এই জিনিস টি কার না ভাল লাগে! যদিও স্বাস্থের পক্ষে যে বেশ ক্ষতিকর এই নিয়েও কোনও মতান্তর নেই৷ কিন্তু টয়লেট পরিষ্কারের জন্য কোল্ড ড্রিঙ্কস কিন্তু যথেষ্ট উপকারী৷ কিছুক্ষণের জন্য জেদি দাগের জায়গায় এগুলো ঢেলে দিন৷ তারপর ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলেই নিমেষে ঝকঝকে হয়ে উঠবে আপনার টয়লেট৷
advertisement
advertisement
advertisement
advertisement