আরও পড়ুন
ফের নাবালিকা ধর্ষণ, মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের ভিডিও পাঠানো হল বাবা-মাকে
দেশজুড়ে তোলপাড় তুলেছে একের পর এক নারী ও শিশুদের ওপর অপরাধের খবর ৷ প্রশ্ন উঠছে, এ কোন সমাজে বাস করছি আমরা ৷ সেই প্রশ্নই যেন তুলছে আমুলের এই নতুন বিজ্ঞাপন ৷ যেখানে আমুলের ছোট্ট মেয়েটি গালে হাত দিয়ে বসে আছে, কেঁদেই চলেছে সে ৷ সঙ্গে বিজ্ঞাপনে লেখা লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত গানের এক লাইন ‘যারা আঁখ মে ভরলো পানি’ ৷
advertisement
বিজ্ঞাপনটি প্রকাশ হওয়ার পরেই সোশ্যাল নেটওয়ার্কে ঝড়ের মতো শেয়ার হয়ে চলেছে ৷ নেটিজেনরা প্রশ্ন তুলছেন, ‘কোথায় গেল মানবতা? কীরকম এই সমাজ ?’ সেই প্রশ্নই যেন লেখা রয়েছে এই ছোট্ট মেয়েটির চোখের জলে৷
আরও পড়ুন
‘সেক্স ফর ডিপ্লোমা’ নিয়ে মহিলা সাংবাদিকের প্রশ্নে পাল্টা আদর রাজ্যপালের
এর আগেও আমুল বহুবার তাঁদের বিজ্ঞাপনের মধ্যে দিয়ে দেশ-বিদেশের চর্চিত বিষয়কে ফুটিয়ে তুলেছে ৷ এ ব্যাপারে বরবারই উন্নতমানের বিজ্ঞাপনী প্রচারের প্রমাণ দিয়েছে এই সংস্থা ৷ তবে এবার আমুল মেয়েটির কান্না যেন আঙুল তুলল মানবিকতার দিকে ৷ ছোট্ট মেয়েটির কান্না যেন নাড়িয়ে দিয়ে গেল সমাজের ভিত !