TRENDING:

#AmritsarTrainTragedy: 'পাথর ছুড়ছিল বলে আমি স্পিড বাড়িয়ে দিই'

Last Updated:

পুলিশ জানিয়েছে, বিজয় মদন ও তাঁর পরিবারের বাড়িতে হামলা চালিয়েছে উন্মত্ত জনতা৷ মদন পরিবারের কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না৷ তবে ঘটনার সময় উপস্থিত থাকা মানুষের একটা বড় অংশের দাবি, উদ্যোক্তারা জানতেন ওটা রেল লাইন৷ ওত মানুষকে জড়ো করার আগে ভাবা উচিত ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমৃতসর: দশেরার দিন ট্রেনে কাটা পড়ে ৬১টি প্রাণ বেঘোরে যাওয়ার একদিন পর পুলিশ এফআইআর দায়ের করল। কিন্ত‌ু বিস্ময়কর বিষয় হল, এফআইআর-এ কারও নামে কোনও অভিযোগ নেই। বরং সাধারণ মানুষকেই দাঁড় করানো হতে পারে কাঠগড়ায়। অর্থাত্‍‌ মানুষ কেন রেল লাইনে উঠে এসেছিলেন? প্রশ্ন পুলিশের। ঘটনার পর থেকেই দশেরার মূল উদ্যোক্তা ও ওই এলাকার কাউন্সিলর বিজয় মদন ও তাঁর ছেলে সৌরভ মদন পলাতক৷ তাঁদের পরিবারের বাকিরাও পালিয়ে গিয়েছেন৷
advertisement

পুলিশ জানিয়েছে, বিজয় মদন ও তাঁর পরিবারের বাড়িতে হামলা চালিয়েছে উন্মত্ত জনতা৷ মদন পরিবারের কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না৷ তবে ঘটনার সময় উপস্থিত থাকা মানুষের একটা বড় অংশের দাবি, উদ্যোক্তারা জানতেন ওটা রেল লাইন৷ ওত মানুষকে জড়ো করার আগে ভাবা উচিত ছিল৷

ড্রাইভার দূর থেকে অত লোক দেখেও কেন ট্রেন আস্তে বা থামানোর চেষ্টা করলেন না? হাওড়া-অমৃতসর এক্সপ্রেসের ড্রাইভার অরবিন্দ কুমারের বক্তব্য, 'আমি এমার্জেন্সি ব্রেক কষার চেষ্টা করেছিলাম৷ কিন্ত‌ু কিছু মানুষ পাথর ছুড়তে শুরু করে৷ হামলার ভয়েই থামাতে পারিনি৷ এমার্জেন্সি ব্রেক কষার পরেও বহু মানুষ ট্রেনের তলায় চলে যায়৷ পাথর ছোড়া শুরু হতেই আমার যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই থামাতে পারিনি ট্রেন৷ হর্ন দিয়েছিলাম, শুনতে পায়নি কেউ।'

advertisement

ঠিক কী ঘটল অমৃতসরে  সেদিন? দেখুন মর্মান্তিক ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
#AmritsarTrainTragedy: 'পাথর ছুড়ছিল বলে আমি স্পিড বাড়িয়ে দিই'