ঘণ্টায় গতিবেগ ১৩০ কিলোমিটার। সব মিলিয়ে ২২টি কামরা। যার মধ্যে থাকছে ৮টি সাধারণ কামরা। বাকি কোচগুলি স্লিপার অর্থাৎ, শয়নজান। তবে আপাতত এই ট্রেনে কোনওরকম শীততাপ নিয়ন্ত্রিত কোচ থাকছে না। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য থাকছে আধুনিক নানা সুবিধা। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা থাকছে এই ট্রেনে।
advertisement
দেশের মধ্যে দ্বিতীয় ‘অমৃত ভারত এক্সপ্রেস’ চলবে মালদহ থেকে। নতুন বছরে রেলের বড় উপহার পেল মালদহ তথা এ রাজ্য। মালদা টাউন স্টেশন থেকে চালু হচ্ছে ‘অমৃত ভারত’ এক্সপ্রেস। মালদহ থেকে বেঙ্গালুরু পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। ইতিমধ্যেই মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে নতুন ট্রেন। ৪২ ঘণ্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেন।
এই রাজ্যে নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, অন্ডাল, খড়্গপুর প্রভৃতি স্টেশন হয়ে চলবে এই অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনের অত্যাধুনিক প্রযুক্তির কারণে ট্রেনে সফরকালে ঝাঁকুনি অনুভব করবেন না যাত্রীরা। শুধু মালদহ নয় দুই দিনাজপুর মুর্শিদাবাদ সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার রেল যাত্রীরা এরফলে উপকৃত হবেন। বর্তমানে সপ্তাহে একদিন চলবে এই অমৃত ভারত এক্সপ্রেস।
আগামিকাল শনিবার সকাল ১১টায় মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হবে। পরদিন অর্থাৎ রবিবার রাতে ট্রেন পৌঁছবে বেঙ্গালুরুতে। শুক্রবার মালদা টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদহের ডিআরএম বিকাশ চৌবে। উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ইংরেজবাজারের বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী।
আরও পড়ুন: শীতের ছুটিতে বাজার কাঁপাচ্ছে ‘এই’ ফিউসান ফুচকা! টক, ঝাল, মিষ্টি…আর তার সঙ্গে
দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলবে মালদহ হয়ে। মালদা টাউন স্টেশনের মুকুটে ‘অমৃত ভারত’ এক্সপ্রেস নতুন পালক। এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরা। রেল সূত্রে জানা গিয়েছে, মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে ৩২টি স্টপেজ পেরিয়ে বেঙ্গালুরুতে পৌঁছবে এই অত্যাধুনিক ট্রেন।