এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ”আপনি ভয় পেয়ে গিয়েছেন।” প্রত্যুত্তরে ক্ষুব্ধ হয়ে অমিত শাহ বলেন, ”আমি ৭ বার জয়ী হয়ে এসেছি। কারও দয়ায় সংসদে আসিনি। আমি কাউকে ভয় পাই না।” অমিত শাহের সংযোজন, ”সিবিআই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনেই নয়। আর সিবিআই কেস হয়েছে নির্বাচন পরবর্তী হিংসার জন্য। হাইকোর্ট দিয়েছে সিবিআই তদন্ত।”
advertisement
পাল্টা সাকেত বলেন, ”আপনিও সবরমতি জেলে থেকেছেন, আমিও।” এরপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ ট্রেজারি বেঞ্চ তীব্র বিরোধিতা করে সাকেতের মন্তব্যের। অমিত শাহের কাছে সাকেতকে ক্ষমা চাইতে হবে দাবি করতেই দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
advertisement
সাকেত এদিন বলেন, ”স্বরাষ্ট্রমন্ত্রক জমিদারী চালাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, মহিলাদের জন্য তৈরি করা অপরাজিতা আইনও আটকে রেখেছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 7:26 PM IST