India’s Richest MLA: ভারতের সবচেয়ে ধনী বিধায়ক মুম্বইয়ের, আর দরিদ্র এমএলএ পশ্চিমবঙ্গের! কে সেই বিধায়ক জানেন? কত টাকা তাঁর? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India’s Richest MLA: দেশের ২৮টি রাজ্য ও ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০৯২ জন বিধায়ককে নিয়ে তাঁদের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছে 'অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস' বা এডিআর।
সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। নির্বাচন কমিশনে বিধায়কদের দেওয়া তথ্য অনুযায়ী এই রিপোর্ট তৈরি করা হয়েছে। আর সেই রিপোর্ট অনুসারে সামনে এসেছে, দেশের সবচেয়ে ধনী ও দরিদ্র বিধায়কের নাম।
advertisement
দেশের ২৮টি রাজ্য ও ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০৯২ জন বিধায়ককে নিয়ে তাঁদের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছে 'অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস' বা এডিআর। সেই রিপোর্টেই দেশের সবচেয়ে ধনী ও সবচেয়ে দরিদ্র বিধায়কের তথ্য সামনে এসেছে। সেই রিপোর্ট অনুসারে, দেশের সবচেয়ে ধনী ও দরিদ্র বিধায়ক দু'জনেই বিজেপির সদস্য।
advertisement
সেই রিপোর্ট অনুসারে, দেশের সবথেকে ধনী বিধায়ক পরাগ শাহ। তিনি মুম্বইয়ের ঘাটকোপার ইস্টের বিজেপি বিধায়ক। হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩,৪০০ কোটি টাকা।
advertisement
তাঁর পরেই রয়েছে কংগ্রেসের কর্ণাটকের কণকপুরার বিধায়ক ডিকে শিবকুমার। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪১৩ কোটি টাকার বেশি।
advertisement
তবে, সবথেকে চমকপ্রদ তথ্য হল, গরিব বিধায়কের তালিকায় রয়েছেন এই রাজ্যের এক জন প্রতিনিধি। বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়ার ঘোষিত অর্থের পরিমাণ মাত্র ১৭০০ টাকা।
advertisement