TRENDING:

Congress MP Manish Tewari Supports Agnipath: দেশজুড়ে অগ্নিপথের বিরোধিতা কংগ্রেসের, উল্টো সুর গেয়ে অস্বস্তি বাড়ালেন দলের এই সাংসদ

Last Updated:

Agnipath Recruitment Scheme: মণীশ তিওয়ারির মন্তব্য অগ্নিপথ আন্দোলনে কংগ্রেসের অবস্থানের বিপরীত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কংগ্রেস সারা দেশ জুড়ে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখলেও উল্টো সুর কংগ্রেস্রই সাংসদ মণীশ তিওয়ারির গলায়। দল সমস্ত শক্তি দিয়ে এই প্রকল্পের বিরোধিতা করবে বলে দাবি করে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি অগ্নিপথের উপর একটি প্রবন্ধ লিখেছেন। যদিও ভারতীয় কংগ্রেসই হল একমাত্র গণতান্ত্রিক দল যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে অগ্নিপথ জাতীয় নিরাপত্তা ও যুববিরোধী, আলোচনা ছাড়াই এই প্রকল্প চাপিয়ে দেওয়া হয়েছে।”
Congress MP Manish Tewari
Congress MP Manish Tewari
advertisement

আরও পড়ুন- কত মাইনে পাবেন অগ্নিবীররা? বিক্ষোভের মধ্যেই ঢালাও আবেদন চাকরি প্রার্থীদের

আইএএনএসকে মণীশ তিওয়ারি জানান, ১৯৭৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর সঠিক পরিমাপ সহ প্রতিরক্ষা সংস্কারের প্রক্রিয়া শুরু হয়। ডোনাল্ড রামসফেল্ড ফোর্ড তখন প্রতিরক্ষা সচিব ছিলেন এবং প্রতিটি পরবর্তী প্রশাসন বিষয়টি দেখেছে। “রামসফেল্ড সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত করার ধারণাগত ভিত্তির সূচনা করেছিলেন কারণ তিনি যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত পরিস্থিতির ধারণা করতে পারেন। এমনকি চিনও ১৯৮৫ সালের দিকে পিএলএ-র সংস্কার প্রক্রিয়া শুরু করেছিল,” বলেন মণীশ।

advertisement

“১৯৮৫ সালে PLA এর আকার কমিয়ে ১০ লাখ হয়; ১৯৯৭ সালে ৫ লাখ; ২০০৩ সালে  দু’ লাখ; ২০১৫ সালে তিন লাখ, এবং ২০১৭ থেকে চিনের পিপলস লিবারেশন আর্মি বাড়িয়ে ফের ২০ থেকে ১০ লাখ করা হচ্ছে,” বলেন মণীশ।

আরও পড়ুন- বিক্ষোভ, হিংসার মধ্যেই অগ্নিপথ প্রকল্পে আবেদন করলেন প্রায় ৫৭,০০০ 'অগ্নিবীর'!

advertisement

মণীশ তিওয়ারি তাঁর বই ‘10 Flashpoints 20 Years’-এ উল্লেখ করেছেন কেন দেশের জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা সংস্কার প্রয়োজন। ভারতে প্রতিরক্ষায় ব্যয় করা প্রতি টাকার মধ্যে ২৫ পয়সা মাত্র পেনশনে যায়। “সরকার যে সংস্কারগুলি এখন বাস্তবায়িত করছে তা ১৯৯৯ সালে কার্গিল পর্যালোচনা কমিটি (KRC) সুপারিশ করেছিল,” বলেন মণীশ।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মণীশ তিওয়ারির মন্তব্য অগ্নিপথ আন্দোলনে কংগ্রেসের অবস্থানের বিপরীত। গত সপ্তাহেই মণীশ একটি ট্যুইটে বলেন, “আমি যুবকদের প্রতি সহানুভূতি প্রকাশ করি যারা অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। বাস্তবতা হল ভারতের একটি তরুণ সশস্ত্র বাহিনী প্রয়োজন, যেখানে প্রযুক্তি রয়েছে, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে রয়েছে। সশস্ত্র বাহিনী কর্মসংস্থান গ্যারান্টি প্রোগ্রাম হওয়া উচিত নয়।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Congress MP Manish Tewari Supports Agnipath: দেশজুড়ে অগ্নিপথের বিরোধিতা কংগ্রেসের, উল্টো সুর গেয়ে অস্বস্তি বাড়ালেন দলের এই সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল