ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলায়৷ জানা গিয়েছে ওই তরুণীর বাড়ি পুণেতে। শনিবার, বন্ধুদের সঙ্গে তিনি ঘুরতে গিয়েছিলেন বর্ন ঘাটে।
আরও পড়ুন:৬০ কিমি রাস্তা, সামনে অভিযুক্তের গাড়ি, পিছনের পুলিশের,ঠিক যেন সিনেমার দৃশ্য…
প্রবল বৃষ্টিপাতের মধ্যে থোসেঘর জলপ্রপাতের কাছে ছবি নিজস্বী তোলায় মগ্ন থাকেন তরুণী। তখনই হঠাৎ করে অঘটনটা ঘটে৷ নিজস্বী তুলতে গিয়ে আচমকা পা ফসকে খাদের মধ্যে গড়িয়ে যান তিনি। শনিবার সন্ধেতে এই দুর্ঘটনাটি ঘটে৷
advertisement
আরও পড়ুন: ইউপির গ্রামে দূষিত জলে গুরুতর স্বাস্থ্য হানি বাসিন্দাদের, রয়েছে মৃত্যুর আশঙ্কাও
ওখানে থাকা স্থানীয় বাসিন্দারা ও হোম গার্ডের দড়ি ব্যবহার করে কোনওভাবে তরুণীকে রক্ষা করেন৷ চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, এখন তরুণীর অবস্থা স্থিতিশীল রয়েছে৷
গত মাসেও নিজস্বী তুলতে গিয়ে মানগাওয়ের কুম্ভ জলপ্রপাতের কাছে ৩০০ পুট উঁচু থেকে পড়ে প্রাণ হারান এক তরুণী৷ বারবার সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা বা মৃত্যুর খবর ক্রমশ বাড়ছে৷
কেবল একটা মুহূর্তকে ফোন বন্দি করার নেশায় নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কী সত্যিই খুব জরুরি৷