Contaminated Water in 10 UP Villages: ইউপির গ্রামে দূষিত জলে গুরুতর স্বাস্থ্য হানি বাসিন্দাদের, রয়েছে মৃত্যুর আশঙ্কাও

Last Updated:

জলের অস্বচ্ছতার মান ৫ শতাংশ অবধি থাকলে, তবেই তা খাওয়া যোগ্য থাকে৷ কিন্তু তার পর হলে তা দূষিত জল বলেই বিবেচিত হয়৷ এই অঞ্চলগুলোর জলের অস্বচ্ছতার মান বেশিরভাগ জায়গাতেই ৬ থেকে ১০ শতাংশের মধ্যে৷ ফলে এখনই সচেতন না হলে বাসিন্দাদের স্বাস্থ্যের  রীতিমতো সমস্যা দেখা দিতে পারে৷

উত্তরপ্রদেশের কনৌজ জেলার ১০ গ্রামের পানীয় জল পানের অযোগ্য(AP Photo)
উত্তরপ্রদেশের কনৌজ জেলার ১০ গ্রামের পানীয় জল পানের অযোগ্য(AP Photo)
কনৌজ: উত্তর প্রদেশের কনৌজ জেলার দশটি গ্রামের পানীয় জলের অস্বাস্থকর ও পান করার অযোগ্য বলে বিবেচিত হয়েছে৷ ‘হর ঘর জল যোজনা’ প্রকল্পের আওতায় জলের গুণগত মান পর্যালোচনা করা হয়েছিল, সেখানেই জানা যায় এই জেলার দশটি গ্রামের পানীয় জল খাওয়ার অযোগ্য৷
জলের অস্বচ্ছতার মান ৫ শতাংশ অবধি থাকলে, তবেই তা খাওয়া যোগ্য থাকে৷ কিন্তু তার পর হলে তা দূষিত জল বলেই বিবেচিত হয়৷
এই অঞ্চলগুলোর জলের অস্বচ্ছতার মান বেশিরভাগ জায়গাতেই ৬ থেকে ১০ শতাংশের মধ্যে৷ ফলে এখনই সচেতন না হলে, বাসিন্দাদের স্বাস্থ্যের  রীতিমতো সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
যেহেতু জলে দূষণের মাত্রা অনেকটাই বেশি তাই অধিক কাল ধরে এই জল ব্যবহারে মৃত্যুরও আশঙ্কা রয়ে যায়৷ ইউপি জল নিগমের বিভাগীয় পরীক্ষাগারের ইনচার্জের মতে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ার এর অন্যতম কারণ৷ এর ফলে জলে নাইট্রোজেন, ক্লোরাইড, ফ্লোরাইড, ইউরেনিয়ামের মতো ক্ষতিকারক কেমিক্যাল মিশে যাচ্ছে৷
advertisement
জল নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র সুরেন্দ্র কুমার বলেছেন, তদন্তের সময় যেসব গ্রামে জলে দূষণের মাত্রা সহ্য সীমা অতিক্রম করেছে, সেখানে ডিপ বোরিং করা হবে৷
তবে তিনি এও জানিয়েছেন এই সমস্ত জায়গায় নাইট্রেট, ক্লোরাইড, আর্সেনিক ,সীসার মতো ক্ষতিকারক পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি৷ তবে টার্বিডিটির উপস্থিতিই দূষণের অন্যতম কারণ৷ তিনি আশ্বস্ত করেছেন, সমস্যার দ্রুত সমাধান করা হবে৷
advertisement
তিনি বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন কৃষিতে যথেচ্ছ ভাবে রাসায়নিক ব্যবহার করা বন্দা করা প্রয়োজন৷ কৃষিকাজে এই ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতিই জল দূষমের অন্যতম কারণ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Contaminated Water in 10 UP Villages: ইউপির গ্রামে দূষিত জলে গুরুতর স্বাস্থ্য হানি বাসিন্দাদের, রয়েছে মৃত্যুর আশঙ্কাও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement