TRENDING:

Lakhimpur Kheri Case: ভোটের উত্তর প্রদেশে বড় ঘটনা, জামিনে মুক্ত 'সেই' মন্ত্রী পুত্র!

Last Updated:

Lakhimpur Kheri Case: মূল অভিযুক্ত স্বরাষ্ট প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। আদালতের উষ্মা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর চাপে শেষমেশ গ্রেপ্তার করা হয়েছিল আশিসকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। এর মধ্যেই কিছুটা হলেও স্বস্তি পেল বিজেপি। লখিমপুর খেরি (Lakhimpur Kheri Case)-কাণ্ডে জামিন পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। ২০২১ সালের ৩ অক্টোবরে লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ৪ কৃষক-সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছিল। তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ঘটনায় মূল অভিযুক্ত স্বরাষ্ট প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। আদালতের উষ্মা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর চাপে শেষমেশ গ্রেপ্তার করা হয়েছিল আশিসকে।
জামিনে মন্ত্রী পুত্র!
জামিনে মন্ত্রী পুত্র!
advertisement

বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে। ৪ মাস পর জামিন পেয়ে জেল থেকে মুক্তি পাচ্ছেন তিনি।প্রসঙ্গত, গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন আশিস মিশ্রর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৪ কৃষকের। যার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। চলে গণপিটুনিও। সেই হিংসাত্মক পরিস্থিতির মাঝে পড়ে প্রাণ হারান আরও ৪ জন। উত্তেজনা ছড়িয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়কুমার মিশ্র এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের একটি সভাকে ঘিরে। আন্দোলনকারী কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন মন্ত্রীদের আসার পথেই।

advertisement

আরও পড়ুন: যোগীর বাংলা-কাশ্মীর-কেরল মন্তব্য, গর্জে উঠলেন রাহুল গান্ধি!

বিক্ষোভ চলাকালীন একটি কালো রঙের এসইউভি গাড়ি হঠাৎ ধাক্কা দেয় কৃষকদের।এই ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র ওরফে মনু। ওই মামলায় পুলিশের দেওয়া চার্জশিটেও মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে আশিসের নাম। গত ৯ অক্টোবর মূল অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, আজ থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। স্বভাবতই নানা মহলের প্রশ্ন, প্রথম দিনেই উত্তর প্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় মূল অভিযুক্তের মুক্তি রাজ্যবাসীর মধ্যে কতটা প্রভাব ফেলবে? জামিনে মুক্তি পাওয়া আশিস মিশ্রের বিরুদ্ধে প্রথম থেকেই হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ ছিল।

advertisement

আরও পড়ুন: কবে থেকে খুলবে ছোটদের স্কুল? আশা জাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন...

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এমনকি তাঁর বাবা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকেও বরখাস্ত করার দাবি তুলেছিলেন আন্দোলনকারী কৃষক-সহ বিরোধীরা। তবে, আশিস মিশ্রকে পুলিশ গ্রেপ্তার করলেও তাঁর বাবাব বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি কেন্দ্র।বৃহস্পতিবার এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে। এদিকে, প্রশ্ন উঠেছে, নির্বাচনী আবহে আশিসের মুক্তি বাকি দফার নির্বাচনে বিজেপির ভোটবাক্সে কি প্রভাব ফেলবে ?

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Lakhimpur Kheri Case: ভোটের উত্তর প্রদেশে বড় ঘটনা, জামিনে মুক্ত 'সেই' মন্ত্রী পুত্র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল