আরও পড়ুন: আনিস মৃত্যু তদন্তে সিট গঠন, ১৫ দিনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন মমতা
এদিকে ভোটের মুখে প্রবল আত্মবিশ্বাসী অখিলেশ। ২০১৭ সালে গেরুয়া ঝড়ে ধসে গিয়েছিল অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সিংহাসন।পুরনো আসন ফিরে পেতে বিধানসভা নির্বাচনে দলের হয়ে ময়দানে নেমেছেন তিনি। রবিবার তৃতীয় দফার নির্বাচনে প্রার্থী ছিলেন যাদব। "বিধানসভা নির্বাচনের (UP Assembly Polls 2022) প্রথম দুই দফাতেই সেঞ্চুরি করেছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)!" তৃতীয় দফার নির্বাচন চলাকালীন এমনই জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান। বিজেপি সরকারের নিন্দা করে অখিলেশ এও জানান, বিজেপি নির্মূল হতে চলেছে। উত্তরপ্রদেশের কৃষকরা তাদের ক্ষমা করবে না।
advertisement
আরও পড়ুন: কৃষকরা আমাদের সঙ্গেই আছেন, কৃষক আন্দোলন নিয়ে বললেন অমিত শাহ
গেরুয়া শিবিরের সবচেয়ে শক্তিশালী রাজ্যের বিধানসভা নির্বাচনের (UP Assembly Polls 2022) দিকে নজর রয়েছে গোটা দেশের। আর বিজেপির কাছে এই নির্বাচন যেন কেন্দ্রের ক্ষমতা ধরে রাখার লড়াই। এবারের নির্বাচনকে প্রবলভাবে সমাজবাদী পার্টি বনাম বিজেপির লড়াই হিসেবে দেখছে রাজনৈতিক মহল। তাই যে যেদিক থেকে পারছে একে অপরকে বিঁধছে। যোগী নাকি অখিলেশ, মসনদে কে? প্রশ্ন সেদিকেই।