TRENDING:

Mamata Banerjee in Uttar Pradesh: লখনউয়ে পা রাখলেন মমতা, স্বাগত জানিয়ে কী 'কথা' দিলেন অখিলেশ?

Last Updated:

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে সমর্থন জানিয়েছিল সমাজবাদী পার্টি৷ কোনও আসনেই প্রার্থী দেয়নি তারা ()৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: নির্বাচনী প্রচারে উত্তর প্রদেশে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সন্ধ্যায় লখনউ পৌঁছন মমতা (Mamata Banerjee in Uttar Pradesh)৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav Welcomes Mamata Banerjee)৷ তাঁর সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির আর এক শীর্ষ নেতা কিরণময় নন্দ৷
লখনউ বিমানবন্দরে মমতাকে স্বাগত জানালেন অখিলেশ৷
লখনউ বিমানবন্দরে মমতাকে স্বাগত জানালেন অখিলেশ৷
advertisement

আগামী ১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে প্রথম দফার ভোট গ্রহণ (Uttar Pradesh Elections 2022)৷ তার আগে আগামিকাল অখিলেশ যাদবের সঙ্গে যৌথ ভার্চুয়াল সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একসঙ্গে সাংবাদিক সম্মেলনও করবেন তাঁরা৷

আরও পড়ুন: সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রার্থী তালিকাই চূড়ান্ত, বিভ্রান্তি কাটাতে মুখ খুললেন মমতা

বিমানবন্দরে মমতাকে স্বাগত জানানোর ছবি ট্যুইট করে অখিলেশ লেখেন, 'পশ্চিমবঙ্গ একসঙ্গে আমরা হারিয়েছিলাম(বিজেপি-কে)৷ এবার উত্তর প্রদেশেও হারাবো৷ দিদিকে আমি কাথা দিচ্ছি, আমরা আবার জয়ী হব৷ উত্তর প্রদেশে আসার জন্য দিদিকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাই৷'

advertisement

আরও পড়ুন: 'অন্যের ভোট কেটে লাভ কী?' কংগ্রেসকে বিঁধেই লখনউ গেলেন মমতা

advertisement

প্রসঙ্গত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে সমর্থন জানিয়েছিল সমাজবাদী পার্টি৷ কোনও আসনেই প্রার্থী দেয়নি তারা৷ মমতাকে স্বাগত জানিয়ে সেকথাই মনে করিয়ে দিলেন অখিলেশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এ দিন বিকেলে কলকাতা থেকে লখনউ রওনা হওয়ার আগে মমতাও অখিলেশের প্রতি তাঁর সমর্থনের কথা জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, ''আমি চাই সমাজবাদী পার্টি জিতুক, বিজেপি হারুক৷ অখিলেশ যে লড়াই করছেন তার সঙ্গে সবার থাকা উচিত৷ আমরা উত্তর প্রদেশে লড়ছি না, তা সত্ত্বেও নৈতিক সমর্থন জানাচ্ছি৷' লখনউয়ের পর উত্তর প্রদেশের শেষ দফার ভোটের আগে বারাণসীতেও প্রচারে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Uttar Pradesh: লখনউয়ে পা রাখলেন মমতা, স্বাগত জানিয়ে কী 'কথা' দিলেন অখিলেশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল