TRENDING:

Akhilesh Yadav: হেলিকপ্টার আটকে রেখে যেতে দেওয়া হচ্ছে না, দিল্লিতে অভিযোগ অখিলেশের

Last Updated:

Akhilesh Yadav: অখিলেশ যাদব ও আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। মুজফ্ফরনগরে একটি সাংবাদিক বৈঠকে অংশ নেওয়ার কথাও ছিল তাঁদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: তাঁর হেলিপকপ্টার উড়তে দেওয়া হচ্ছে না। তাঁকে আটকে রাখা হচ্ছে দিল্লিতেই। প্রচারে অংশ নিতে পারছেন না তিনি। অভিযোগ করলেন সপা প্রধান অখিলেশ যাদব ( Akhilesh Yadav )। উত্তরপ্রদেশ নির্বাচনের কারণে তিনি সারা রাজ্য ঘুরে প্রচার করছেন। কিন্তু তাঁর ( Akhilesh Yadav) অভিযোগ, তাঁকে আটকে রাখা হচ্ছে কৌশলে। দিল্লি থেকে উড়তে পারছে না তাঁর কপ্টার।
Akhilesh Yadav and RLD chief Jayant Chaudhary are scheduled to take part in some programmes besides addressing a press conference in Muzaffarnagar
Akhilesh Yadav and RLD chief Jayant Chaudhary are scheduled to take part in some programmes besides addressing a press conference in Muzaffarnagar
advertisement

শুক্রবার হিন্দিতে একটি ট্যুইট করেন অখিলেশ। সেখানে বলেন, কোনও কারণ না দেখিয়েই আমার কপ্টার আটকে রাখা হয়েছে দিল্লিতে। কোনও কারণ নেই, তাও আমাকে যেতে দেওয়া হচ্ছে মুজফ্ফরনগরে। যেখানে বিজেপি-র নেতা দিল্লি থেকে চলে গিয়েছেন সেখানে। কপ্টারেই গিয়েছেন তিনি। পরাজিত বিজেপি ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! অনলাইনেই প্রাক্টিক্যাল ক্লাস

advertisement

অখিলেশ যাদব ( Akhilesh Yadav) ও আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। মুজফ্ফরনগরে একটি সাংবাদিক বৈঠকে অংশ নেওয়ার কথাও ছিল তাঁদের। কিন্তু এই কারণে তিনি সেখানে যেতে পারছেন না বলেই জানিয়েছেন সমাজবাদী পার্টি প্রধান। এ দিকে উত্তরপ্রদেশ নির্বাচনের ৯১ জনের একটি প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি।

advertisement

আরও পড়ুন: ওমিক্রনের চেয়েও ভয়াবহ করোনার আগামী ভ্যারিয়েন্ট, ছড়িয়ে পড়তে পারে দ্রুত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিজেপির সেই ঘোষিত তালিকায় স্থান হয়েছে ১৩ জন মন্ত্রীর। অযোধ্যার জয়ী বিধায়ককেও টিকিট দেওয়া হয়েছে। যে মন্ত্রীরা তালিকায় স্থান পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছে সিদ্ধার্থনাথ সিং, নন্দগোপাল গুপ্ত, এ ছাড়া কৃষি মন্ত্রী সূর্ষপ্রতাপ শাহী।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Akhilesh Yadav: হেলিকপ্টার আটকে রেখে যেতে দেওয়া হচ্ছে না, দিল্লিতে অভিযোগ অখিলেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল