রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates
রবিবার সন্ধ্যা ৮টা নাগাদ শয়ন আরতির পরে মূর্তিটি নতুন মন্দিরে নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর৷ রামলালা বিরাজমানের মূল মূর্তির পাশাপাশি, লক্ষ্মণ, শত্রুঘ্ন, ভরত এবং হনুমানের মূর্তিও নতুন মন্দিরে নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর৷
advertisement
নব নির্মীয়মাণ মন্দিরে ইতিমধ্যেই ৫১ ইঞ্চি লম্বা রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে৷ রামলালা বিরাজমানের মূর্তি ঠিক তাঁর সামনেই রাখা হবে বলে সূত্রের খবর৷
আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর থেকে আসছে ‘পবিত্র জল’! সারা ভারত থেকে আসছে ফুল…শুরু শেষবেলার অপেক্ষা
আরও পড়ুন: চলতি সপ্তাহেই বাংলায় রাহুল, থাকবেন সাত সাতটা দিন! ন্যায় যাত্রায় ঠাসা কর্মসূচি
গত ১৬ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি৷ সোমবার, ২২ জানুয়ারি দুপুর ১২টা ১৫ থেকে ১২টা ৪৫-এর মধ্যে নরেন্দ্র মোদির হাতে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর৷
শনিবার রাতে তামিলনাড়ুর রামেশ্বরমে ছিলেন নরেন্দ্র মোদি৷ রবিবার সকাল সকালই তিনি আরিচলমুনাইয়ের সমুদ্র তীরে যান৷ এই আরিচালমুনাই থেকেই রামসেতু তৈরি হয়েছিল বলে বিশ্বাস করেন অনেকে৷ এদিন সেই কথিত ‘রামসেতু’র স্থলে দাঁড়িয়ে ফুল অর্পণ করে প্রাণায়াম করেন মোদি৷