আরও পড়ুন: বিরোধী অস্ত্রে শান দিতে সব বিরোধী দলকে দিল্লিতে একত্রিত করার উদ্যোগ চন্দ্রবাবুর
স্বপ্নেও বিজেপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথা ভাবতে পারেন না তিনি, জানিয়েছেন জনতা কংগ্রেস সুপ্রিমো । এছাড়াও কাউকে তিনি সমর্থন করবেন না বা কারোর থেকে সমর্থন নেবেন না, সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। প্রয়োজনে শূলে চড়তেও রাজি কিন্তু বিজেপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার কোনও প্রশ্নই ওঠে না । কংগ্রেস-বিজেপির সাহায্যে নয়, নিজের দমেই ছত্তীসগড়ে সরকার গড়বেন তিনি।
advertisement
আরও পড়ুন: বিরোধী-মুখ বন্ধে মরিয়া BJP-র মহিলাদের জন্য আলাদা ইস্তেহার!
আটটি ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করে তিনি বলেছেন ভোটে লড়ার জন্য কোনওরকম সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই তাঁর। মায়াবতীর বিএসপি ও তাঁর দলের জোট যথেষ্ট শক্তিশালী । প্রসঙ্গত, মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে ছত্তীসগড় বিধানসভা নির্বাচনে লড়ছে যোগীর দল ছত্তীসগড় জনতা কংগ্রেস।