বিরোধী অস্ত্রে শান দিতে সব বিরোধী দলকে দিল্লিতে একত্রিত করার উদ্যোগ চন্দ্রবাবুর
Last Updated:
#নয়াদিল্লি: ২০১৯ নির্বাচনের আগে আরও এক ধাপ দৃঢ় বিরোধী জোট । ২২ নভেম্বর টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর বৈঠকে যোগদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সারা দেশে বিজেপি-বিরোধী জোট গড়ে তুলতে বদ্ধপরিকর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী; এই বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত বিরোধী নেতারা ।
এখনও পর্যন্ত কংগ্রস , আম আদমি পার্টি, জেডি(এস),এনসিপি, এনসিপি ও তৃণমূল এই বৈঠকে যোগদান করতে সম্মত হয়েছে। যোগদান করবেন শরদ পাওয়ার ও শরদ যাদব । যদিও এখনও পর্যন্ত মায়াবতী ও বামপন্থী দলগুলির তরফ থেকে কিছু জানান হয়নি ।
বিজেপি বিরোধী ব্লক গড়ে তুলতে গত মাসেই সমস্ত আঞ্চলিক দলগুলিক একত্র হওয়ার ডাক দিয়েছেন চন্দ্রবাবু । ২০১৯ এর পদক্ষেপ নিয়ে বিশদে আলোচনা করার জন্যই মূলত এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
ঐতিহাসিক বিরোধীতা ভুলে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর প্রসঙ্গে চন্দ্রবাবু জানিয়েছিলেন রাজনৈতিক স্বার্থ নয়, বিজেপিকে পরাস্ত করে গণতন্ত্রকে বাঁচানোর জন্যই এই উদ্যোগ। নিজেদের রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত রাজনৈতিক দলগুলিকে একত্র করেই মিশন ২০১৯ এ লক্ষ্যভেদ করতে মরিয়া টিডিপি সুপ্রিমো ।
view commentsLocation :
First Published :
November 17, 2018 7:51 AM IST