আরও পড়ুন– উত্তরবঙ্গে ভারী বর্ষণ অব্যাহত, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
কোন রুটে এল রোহিদের বিমান দেখুন— AIC24WC
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোনও দেশেই ভারত থেকে কোনও সরাসরি ফ্লাইটের ব্যবস্থা নেই ৷ তাই এয়ার ইন্ডিয়ার এই 777-200LR বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা তড়িঘড়ি করতে হয় ৷ নেয়ার্ক হল আমেরিকার নিউ জার্সির একটি শহর। বিমানটিকে দিল্লির বদলে পাঠিয়ে দেওয়া হয় বার্বাডোজে। এই বিমানে যে যাত্রীদের ভারতের আসার কথা ছিল, তাঁদের সংস্থার অন্য বিমানে ব্যবস্থা করে দেওয়া হয়। এর ফলে সাধারণ যাত্রীরা সমস্যায় পড়েন ৷ এক যাত্রী এক্স হ্যান্ডলে তাদের সমস্যার কথা জানান ৷
advertisement
যদিও আগেই বিমানের আসল যাত্রীদের অসুবিধার জন্য তাঁদের কাছে দুঃখপ্রকাশ করেছিলেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে যাত্রীদের জন্য যে বিকল্প ব্যবস্থা এয়ার ইন্ডিয়া করেছিল, তাতে অধিকাংশ যাত্রীই অসন্তুষ্ট বলে দাবি করা হয়েছে ৷ তাঁদের নেয়ার্ক থেকে সড়কে নিউ ইয়র্কে পৌঁছে এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়। এই অব্যবস্থাতে খুশি নয় ডিজিসিএ। যাত্রীদের সঙ্গে কেন এই কাজ করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষের কাছে ৷